আজ ৬ই মার্চ সোমবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক মিথুন রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
মিথুন রাশি আজকের রাশিফল ৬মার্চ, ২০২৩সোমবার (Gemini Today Horoscope)
- শুভ সংখ্যা:- ১১
- শুভ দিক:- পশ্চিম
- শুভ রং:- সাদা
- শুভ রত্ন:- পান্না
স্বাস্থ্যের পরিস্থিতি:- সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং পূজার্চনার মধ্য দিয়ে দিনটি শুরু করুন সে ক্ষেত্রে আপনার দিনটি ভালো যাবে।
আর্থিক পরিস্থিতি:- আজ অফিসে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকতে হবে আজ অফিসে আপনার সহ কর্মীদের সঙ্গে বুঝে শুনে কথা বলতে হবে তাদের মানিয়ে নিয়ে চলতে হবে না হলে কিন্তু কাজের সাফল্য পেতে একটু সমস্যার সম্মুখীন হতে হবে। আজ আপনার অবশ্যই কোন উচ্চপদস্থ ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাদের সঙ্গে সম্পর্ক ভালো করে তোলার সুযোগ থাকবে তাদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার বজায় রাখবেন।
পারিবারিক পরিস্থিতি:- পরিবারকে একটু বেশি সময় দিন।পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর চেষ্টা করুন পরিবারের যদি বয়স জ্যেষ্ঠ বা বাচ্চা কেউ থাকে তাহলে তাদের সঙ্গে সময় কাটাবেন এবং তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করাবেন ছোট খাটো হলেও বিপদের আশঙ্কা রয়েছে।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেম জীবনে আপনার ক্ষেত্রে কি বলা উচিত কি বলা উচিত নয় কিছু বলার আগে ভেবে চিন্তে বলবেন না হলে অনেক বড় সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে সবকিছু কে মেনে নেওয়ার চেষ্টা করবেননা নাহলে অনেক সমস্যা হবে।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
ব্যবসায়িক রাশিফল :- আজ আপনার কোন কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি থাকলে তা অবশ্যই মেনে নিবেন সেটা আপনার জন্য জরুরি রয়েছে। আজ অহংকার বোধ ত্যাগ করবেন এ বিষয়টা অবশ্যই মাথায় রেখে চলবেন।আজকে যতটা পারবেন বিনয়ী হয়ে কথাবার্তা বলবেন বিনয়ী ব্যবহার বজায় রাখবেন। আজ নতুন কোন ব্যবসা শুরু করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন।
0 মন্তব্যসমূহ