আজ ৭ই মার্চ মঙ্গলবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক মেষ রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
মেষ রাশি আজকের রাশিফল ৭মার্চ,২০২৩ ( Aries Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৫
- শুভ দিক:- পশ্চিম
- শুভ রং:- সাদা
- শুভ রত্ন:- লাল প্রবাল
স্বাস্থ্যের পরিস্থিতি:- সাস্থ্য আজ আপনার মোটামুটি ভালো থাকবে। নিজের রাগ নিয়ন্ত্রণ করবেন। ধৈর্য্য সহকারে কাজ করবেন।আজ পরে গিয়ে বড়ো কোনো চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাবধান থাকবেন।
পারিবারিক পরিস্থিতি:- আজ পরিবারকে একটু সময় দিন পরিবার কে সময় দিতে হবে পরিবারের বয়স্ক মানুষদের প্রতি নজর রাখতে হবে।পরিবারের যেকোনো সিদ্ধান্ত বুঝে শুনে নিবেন তাড়াহুড়ো করে কোনো সিধান্ত নিতে যাবেন না।
ব্যবসায়িক রাশিফল :- আজ ব্যাবসায় লোক সান হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগে থেকে সজাগ থাকবেন।আজ কাউকে কথা দেওয়ার ক্ষেত্রে যেমন বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হোক কারুর কাছে কোনরকম কথা দেওয়ার ক্ষেত্রে সজাগ থাকুন।
আর্থিক পরিস্থিতি:- আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো আপনার জন্য।বাইরে কিংবা পরিবারের দুই দিক দিয়ে দিনটি খুব ভালো যাবে। একটা balance থাকবে জীবনে।আর বাধা,সমস্যা দূর করার আজ খুব ভালো দিন।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত একা নিবেন না তাই সেই বিষয়ে সতর্ক থাকবেন। বিবাহিত জীবন ও ভালো যাবে।বাইরের কোনো তৃতীয় ব্যাক্তি যেনো নিজেদের মধ্যে না ঢোকে নিজেদের মধ্যে এই বিষয়ে আগে থেকে বোঝাপড়া করে নিবেন।
0 মন্তব্যসমূহ