আজ ৫ই মার্চ রবিবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক বৃশ্চিক রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
বৃশ্চিক রাশির আজকের রাশিফল ৫মার্চ, ২০২৩ (Scorpio Today Horoscope)
- শুভ সংখ্যা:- ১
- শুভ দিক:- দক্ষিণ
- শুভ রং:- হালকা সবুজ
- শুভ রত্ন:- লাল প্রবাল
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্য স্বাভাবিক থাকতে গেলে সেই দিন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দিনটি সমস্যা ডেকে আনতে পারে, চিকিৎসকের পরামর্শ ও নীতি হতে পারে।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেমিক-প্রেমিকাদের মধ্যে দিনটি স্বাভাবিক থাকতে চলেছে তবে দুইজন দুইজনকে বুঝতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্য সবথেকে বেশি প্রয়োজন এই দিন।
ব্যবসায়িক রাশিফল :- ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে, অতিরিক্ত রাগী আপনার সমস্যা ডেকে আনতে পারে। রাগের উপরে নিয়ন্ত্রণ করুন তাহলে সবকিছু সমাধান পাবেন আপনি।
আর্থিক পরিস্থিতি:- ইনভেস্টমেন্ট করতে পারেন, ভাগ্য লক্ষী আপনার সাথে থাকবে এই দিন। হঠাৎ করেই বেশ কিছু পরিমাণ অর্থ লাভ হতে চলেছে আপনার।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
পারিবারিক পরিস্থিতি:- পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকতে চলে সেই দিন, তবে নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করবেন না তাহলে সমস্যায় পড়বেন। পরিবারের সকলকে নিয়ে কাছে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্যসমূহ