আজ ২১ মার্চ মঙ্গলবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক বৃষ রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
বৃষ রাশির আজকের রাশিফল ২১ মার্চ, ২০২৩ (Taurus Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৫৩
- শুভ দিক:- উত্তর-পূর্ব
- শুভ রং:- সবুজ
- শুভ রত্ন:- সাদা প্রবাল
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্যই দিন স্বাভাবিক থাকতে চলেছে। বাড়ির গুরুজনদের নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারে। সামান্য পেটের সমস্যা, মাথাব্যথা থাকতে পারে এই দিন।
আর্থিক পরিস্থিতি:- আর্থিক অবস্থা তেমন একটা ভালো থাকবে না এই দিন। আপনার শত্রুপক্ষ বাধতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এদিন আর্থিক পরিস্থিতি তেমন একটা ভালো থাকবে না। আর্থিক চাপ দেখা দিতে পারে এই দিন।
পারিবারিক পরিস্থিতি:- পারিবারিক পরিস্থিতি এই দিনটা এমন একটা ভালো থাকবে না। বাড়ির সকলের সঙ্গেই কোনো না কোনো কারণে বিবাদ তৈরি হবে। এই দিন আত্মীয় বন্ধু-বান্ধব দের তেমন কোন সাহায্য পাবেন না।
প্রেম ও দাম্পত্য জীবন:- দাম্পত্য জীবন এই দিন তেমন একটা ভালো থাকবে না। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির পরিস্থিতি তৈরি হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে দূরত্ব বাড়তে পারে।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন
ব্যবসায়িক রাশিফল :- ব্যবসায়ীদের ক্ষেত্রে শত্রু বাড়বে এই দিন, আপনাকে এই দিন বুদ্ধির পরিচয় দিতে হবে। মোটামুটি স্বাভাবিক যেতে চলেছে দিনটি।
0 মন্তব্যসমূহ