আজ ৫ই মার্চ রবিবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক বৃষ রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
বৃষ রাশির আজকের রাশিফল ৫মার্চ, ২০২৩ (Taurus Today Horoscope)
- শুভ সংখ্যা:- ১৩
- শুভ দিক:- পশ্চিম
- শুভ রং:- বেগুনি
- শুভ রত্ন:- সাদা প্রবাল
স্বাস্থ্যের পরিস্থিতি:- আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভাল কাটবে খুব ভালো নয় তবে নিজের শরীরের দিকে একটু নজর রাখবেন। কোমর ব্যথা,চোখে সমস্যা ইত্যাদি দেখা যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করতে পারেন বা ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
আর্থিক পরিস্থিতি:- পেশা গত দিক থেকে আজকে দিনটি ভালো কাটবে।আজকের দিনটি মোটামুটি ভালো আপনাদের জন্য।আজকে ব্যাবসায়িক দিক থেকে খুব ভালো লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ব্যয়ের প্রতি একটু নজর রাখবেন, বুঝে শুনে খরচ করবেন আর বাদ বাকি দিনটি খুব ভালো কাটবে।
পারিবারিক পরিস্থিতি:- পারিবারিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো যাবে পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আর চেষ্টা করবেন ভাল সম্পর্ক বজায় রাখতে কারণ তৃতীয় কোনো ব্যাক্তি আপনার সম্পর্কে খারাপ কিছু রটাতে পারে বা খারাপ তৈরি করতে পারে। শত্রুদের কাছ থেকে সাবধান থাকবেন। বিবাদ, তর্ক ইত্যাদি থেকে বিরত থাকবেন।
ব্যবসায়িক রাশিফল :- আজকে আপনার ব্যাবসায়ের স্থানে আর্থিক দিক থেকে খুব খারাপ যাবে । তাই ব্যাবসায়ের জায়গায় খুব ধৈর্য রাখতে হবে। তাই অপব্যয় একদম করবেন না প্রয়োজন ছাড়া একটা টাকাও খরচ করবেন না।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেম জীবনে আপনার ক্ষেত্রে কি বলা উচিত কি বলা উচিত নয় কিছু বলার আগে ভেবে চিন্তে বলবেন না হলে অনেক বড় সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে সবকিছু কে মেনে নেওয়ার চেষ্টা করবেননা নাহলে অনেক সমস্যা হবে।
0 মন্তব্যসমূহ