আজ ৭ই মার্চ সোমবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক বৃষ রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
বৃষ রাশির আজকের রাশিফল ৭মার্চ, ২০২৩ (Taurus Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৯
- শুভ দিক:- দক্ষিণ
- শুভ রং:- সবুজ
- শুভ রত্ন:- সাদা প্রবাল
স্বাস্থ্যের পরিস্থিতি:- সাস্থ্য আজ আপনার ভালো যাবে আজ আপনার দিন ঠিকঠাক আছে।বেশি কারোর সঙ্গে মতবিরোধ করবেন না।নিজের প্রতি যত্নবান হবেন। কিছু লোক আছে যারা আপনার ভালো চায়না তাদের থেকে দূরে থাকবেন।মাথা ঠাণ্ডা রাখবেন বেশি চিন্তা করবে না। আজ বাদ বাকি দিনটি আপনার ভালো যাবে।
আর্থিক পরিস্থিতি:- আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।চতুর্দিক থেকে লাগাতার উন্নতি হবে এমনকি বিশেষ করে সাধন ভোজনে সিদ্ধি লাভ করবে। প্রতিষ্ঠার জস সম্মান বাড়াবে । শিক্ষাথীদের জ্ঞানের ভাণ্ডার পূরণ করবে।
পারিবারিক পরিস্থিতি:- পারিবারিক দিক থেকে ও দিনটি মোটামুটি ভালো আপনার জন্য।আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সম্প্রীতির মেল বন্ধন রচনা করবে। তাছাড়া চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করায় প্রাপ্তির খাতকে পূর্ন করবে।
প্রেম ও দাম্পত্য জীবন:- দাম্পত্য জীবনে ভালো সম্পর্ক বজায় থাকবে এবং পরিবারের সকলের কাছে নিজেদেরকে একটা আদর্শ দম্পতি প্রমান করার সুযোগ থাকবে। প্রেমিক প্রেমিকার ও বন্ধুত্বের ভীত মজবুত করবে। সেই সঙ্গে হারানো জস, সন্মান , প্রতিপত্তি ফিরিয়ে দিয়ে আপনাদের জীবন আলোকিত করে তুলবে।
ব্যবসায়িক রাশিফল :- ব্যবসায়ের দিক থেকে আজ দিনটি ভালো আপনার জন্য। নতুন নতুন কিছু নিয়ে ভাবুন ব্যাবসায়ের দিক থেকে আপনি যদি একটা নতুন কিছু নিয়ে ভাবেন তাহলে ব্যাবসায় ভালো ফল পাবেন।ব্যাবসায়ের দিকে একটু নজর রাখুন কিছু নতুন করার চেষ্টা করুন।
0 মন্তব্যসমূহ