Leo Rashi Ajker Rashiphal 4th March In Bangali | আজকের রাশিফল সিংহ রাশি ৪ই মার্চ শনিবার

আজকের রাশিফল সিংহ রাশি


আজ ৪ই মার্চ শনিবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক সিংহ রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)


সিংহ রাশির আজকের রাশিফল ৪মার্চ, ২০২৩ (Leo Today Horoscope)


  • শুভ সংখ্যা:- ১৩
  • শুভ দিক:- উওর 
  • শুভ রং:- হলুদ
  • শুভ রত্ন:- চুনি


স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্যের দিক দিয়ে  দিনটি মোটামুটি ভালো যাবে।অতিরিক্ত তেল ও মসলা জাতীয় খাবার থেকে দূরে থাকবেন। খুব প্রয়োজনে ডাক্তার এর পরামর্শ নিতে পারেন।শরীরের দিকে একটু  খেয়াল রাখবেন না হলে বড় কোনো রোগের সম্মুখীন হতে পারেন।


ব্যবসায়িক রাশিফল :- সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে যারা নতুন কোন ব্যবসা শুরু করতে চাইছেন বা শুরু করে দিয়েছেন সে ক্ষেত্রে আপনাদের ব্যবসায় আইনগত দিকটা নজর রাখতে হবে। না হলে আইনগত কোন সমস্যা দেখা যেতে পারে বা আজকে আইনিও কোন ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন।


আর্থিক পরিস্থিতি:- আজকের দিন আপনার জন্য কিছু নতুন কিছু আনবে জীবনে পরিবর্তন আসবে। Investment করতে পারেন। দিনের শুরুটা খারাপ গেলেও যেরকম দিন বাড়তে থাকবে তেমনি ভাগ্য একটু আপনার সাথ দিবে।


প্রেম ও দাম্পত্য জীবন:- দাম্পত্য জীবনে একটু সময় দিন কিছুই এড়িয়ে যাবেন না সব কথা একে অপরকে শেয়ার করবেন তাতে আপনার দাম্পত্য জীবন সুখের হবে। আপনার প্রেমের সম্পর্ক খুবই মধুর হবে। যারা সদ্য প্রেম করছেন তারা খুব ভালো সময় কাটাবেন।


আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন


পারিবারিক পরিস্থিতি:- পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি এতটা ভালো যাবে না ।আজকে একটু ঝগড়া অশান্তির সৃষ্টি হতে পারে। পরিবারকে একটু সময় দিন। আজকে দয়া করে একটু নীরবতা পালন করবেনএরফলে আপনার পরিবারের অশান্তি দূর হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ