Libra Rashi Ajker Rashiphal 10th March In Bangali | আজকের রাশিফল তুলা রাশি ১০ই মার্চ শুক্রবার

আজকের রাশিফল তুলা রাশি ১০ই মার্চ শুক্রবার


আজ ১০ই মার্চ শুক্রবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক তুলা রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)


তুলা রাশির আজকের রাশিফল ১০ই মার্চ, ২০২৩ (Libra Today Horoscope)


  • শুভ সংখ্যা:- ৪৯
  • শুভ দিক:- দক্ষিণ
  • শুভ রং:- নীল
  • শুভ রত্ন:- হীরে


স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকতে চলে সেই দিন। সামান্য পেটের সমস্যা থাকতে পারে। মানসিক চাপ থাকবে তবে মাথা গরম করে না তাহলে বিপদ আরো বাড়বে।


আর্থিক পরিস্থিতি:- আর্থিক পরিস্থিতিতে এমন একটা ভালো থাকবে না, আয়ের থেকে ব্যয় করতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে অতিরিক্ত ব্যয়ের কারণে সংসারের অশান্তির পরিস্থিতি তৈরি হবে।


পারিবারিক পরিস্থিতি:- হঠাৎই দূরের কোন আত্মীয় আসতে পারে বাড়িতে এইদিন। পরিবারের সকলকে নিয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণের কাজ শুরু করতে পারেন এই দিন।


প্রেম ও দাম্পত্য জীবন:- দাম্পত্য জীবনে নতুন কোন বিপদের সম্মুখীন হতে পারেন তাই আগে থেকে নিজেদের মধ্যে বোঝাপড়া করে রাখবেন বেশি কোন বিবাদ তর্ক ইতাদ্যির মধ্যে জড়াতে যাবেন না।আজ মোটামুটি আপনাদের দিনটি তেমন ভালো যাবে না।


আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন


ব্যবসায়িক রাশিফল :- ব্যবসায়িকের ক্ষেত্রে দিনটি তেমন একটা ভালো থাকবে না মহাজনদের সঙ্গে সমস্যা তৈরি হবে। তেমন একটা লাভের মুখ দেখতে পাবেন নাকি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ