আজ ১২ই মার্চ রবিবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক মেষ রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
মেষ রাশি আজকের রাশিফল ১২ই মার্চ, ( Aries Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৩৬
- শুভ দিক:- পশ্চিম
- শুভ রং:- লাল
- শুভ রত্ন:- লাল প্রবাল
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকতে চলে সেই দিন, এমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না। সামান্য মাথার যন্ত্রণা থাকতে পারে পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকের পরামর্শ দিতে হতো।
আর্থিক পরিস্থিতি:- আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো কাটবে।আজকে আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো আপনার জন্য। সরকারি চাকরি বা নানারকম কাজে আর্থিক উপার্জনের খুব ভালো সম্ভাবনা রয়েছে।আজ নতুন কোনো কাজের চেষ্টা করতে পারেন বা যদি করার চেষ্টা করে থাকেন সে ক্ষেত্রে দিনটি আপনার জন্য ভালো যাবে।
পারিবারিক পরিস্থিতি:- পিতা মাতার স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তায় থাকবেন এই দিন, বাকি সবাইকে নিয়ে ভালোই কাটছে চলেছে দিনটি। পরিবারকে নিয়ে কাছে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়িক রাশিফল :- ব্যবসায়ের দিক থেকে আজ দিনটি ভালো আপনার জন্য। নতুন নতুন কিছু নিয়ে ভাবুন ব্যাবসায়ের দিক থেকে আপনি যদি একটা নতুন কিছু নিয়ে ভাবেন তাহলে ব্যাবসায় ভালো ফল পাবেন।ব্যাবসায়ের দিকে একটু নজর রাখুন কিছু নতুন করার চেষ্টা করুন।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেমের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো যাবে।আজ প্রেমের জটিলতা যারা প্রেম করছেন তাদের প্রেমের জটিলতা কেটে যেতে পারে। আজকে আপনাদের মধ্যে ভালো সময় কাটার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন খুবই ভালো কাটবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে।
0 মন্তব্যসমূহ