আজ ১০ই মার্চ শুক্রবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক বৃষ রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
বৃষ রাশির আজকের রাশিফল ১০ই মার্চ, ২০২৩ (Taurus Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৩৫
- শুভ দিক:- পূর্ব
- শুভ রং:- সবুজ
- শুভ রত্ন:- সাদা প্রবাল
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্য তেমন একটা ভালো থাকবে না একাধিক ছোটখাটো সমস্যা লেগে। মানসিক চাপ অতিরিক্ত থাকবে এই দিন।
আর্থিক পরিস্থিতি:- চাকরি পাচ্ছি উন্নতিযোগ রয়েছে বেতন বৃদ্ধি পেতে পারে, ব্যবসায়িক দিক থেকেও বেশ কিছুটা অর্থ লাভ হতে চলেছে সেই দিন আর্থিক পরিস্থিতি মোটের উপরে ভালো থাকতে চলেছে। লটারি বা ফটকা মুনাফা আসতে চলে সেই দিন।
পারিবারিক পরিস্থিতি:- পরিবারের সঙ্গে মনোমালিন্য তৈরি হবে বিশেষ করে গুরুজনদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন এই দিন। তাই নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন।
প্রেম ও দাম্পত্য জীবন:- আজ ভালোবাসার মানুষকে হারানোর কোনো ভয় থাকবে না সে বিষয়ে নিশ্চিন্ত থাকবেন আর একটা বিষয়ে লক্ষ্য রাখবেন যে বাইরের কোনো তৃতীয় ব্যাক্তি যেনো নিজেদের মধ্যে না ঢোকে নিজেদের মধ্যে এই বিষয়ে আগে থেকে বোঝাপড়া করে নিবেন।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
ব্যবসায়িক রাশিফল :- ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছেন। অতিরিক্ত মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্যসমূহ