Virgo Rashi Ajker Rashiphal 12th March In Bangali | আজকের রাশিফল কন্যা রাশি ১২ই মার্চ রবিবার

আজকের রাশিফল কন্যা রাশি ১২ই মার্চ রবিবার


আজ ১২ই মার্চ রবিবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক কন্যা রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।


কন্যা রাশির আজকের রাশিফল ১২ই মার্চ, (Virgo Today Horoscope)

 

  • শুভ সংখ্যা:- ৫৮
  • শুভ দিক:- পশ্চিম
  • শুভ রং:- খয়েরী
  • শুভ রত্ন:- পান্না


স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্যের তেমন কোন বড় পরিবর্তন না হলেও চিকিৎসা ক্ষেত্রে অত্যধিক ব্যয় বাড়তি চলেছে এই দিন। ছোটখাটো একাধিক সমস্যা থাকবে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তায় থাকবেন এই দিন।


আর্থিক পরিস্থিতি:- আজকে আপনার ইনকাম আগের তুলনায় বৃদ্ধি পাবে তা যে কোন উপায় হতে পারে। অবশ্যই আজকে আপনার ইনকামের দিক দিয়ে দিনটি খুবই ভালো যাচ্ছে।আজ নতুন কোনো বাড়তি কাজ পেতে পারেন আপনার আর্থিক দিক দিয়ে আজ দিনটি ভালো কটার সম্ভাবনা রয়েছে।


পারিবারিক পরিস্থিতি:- পরিবারকে নিয়ে খুব আনন্দতেই কাটবে দিনটি। কাছে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। মোটের উপরে স্বাভাবিক থাকতে চলেছে তিনটি।


ব্যবসায়িক রাশিফল :- বন্ধুদের কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।যারা share market কিংবা traning এর সঙ্গে যুক্ত তাদের ব্যাবসায়ের দিক দিয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।


আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন


প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেমের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে কারণ একটু ঝামেলা দ্বন্দ্ব হতে পারে। প্রেমের বিষয়ে বাড়িতে জানাজানি হতে পারে সেই নিয়ে ঝামেলা দ্বন্দ্ব  হতে পারে তাই একটু সজাগ থাকবেন। সদ্য বিবাহিত দের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ