Ajker Rashiphal, Today Horoscope In Bangali 9thh April Monday | আজকের রাশিফল ১০ ই এপ্রিল ২০২৩ সোমবার লটারি লাগার যোগ রয়েছে এই দিন

 

১০ ই এপ্রিল সোমবার আজকের রাশিফল

Ajker Rashiphal 10th April Monday | ১০ ই এপ্রিল সোমবার আজকের রাশিফল


দৈনিক রাশিফল ১০ ই এপ্রিল সোমবার (Daily Horoscope) : বর্তমান সময়ে অনেকেই রাশিফলের উপরে বিশ্বাস করেন, আবার অনেকেই করেন না। কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং রাশিফল এর মাধ্যমে বিভিন্ন সময়ের ভবিষ্যৎবাণী করা সম্ভব। আমরা মূলত দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এবং বার্ষিক রাশিফল সম্পর্কে বিশ্লেষণ করে থাকি। 10th April Horoscope In Bangali।


আজকের রাশিফল অনুযায়ী ভাগ্য ফিরতে চলেছে বেশ কয়েকটি রাশির। Khabor Din Rat এর আজকের প্রতিবেদনে থাকছে দৈনিক রাশিফল ১০ ই এপ্রিল, ১২ টি রাশি(মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ, মীন) জাতক/জাতকাদের কেমন থাকতে চলেছে আর্থিক পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি, সরকারি চাকরি পরিস্থিতি, শুভ সংখ্যা, লটারি কটার শুভ সময়, শুভ দিক ইত্যাদি।


১০ ই এপ্রিল ২০২৩ সোমবার আজকের রাশিফল | Today 10th April Horoscope in Bangali

চলুন এবার একে একে জেনে নেয়া যাক প্রথম ১২ টি রশি  যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ, মীন আজকের রাশিফল, অর্থাৎ ১০ ই এপ্রিল সোমবার রাশিফল



১০ ই এপ্রিল ২০২৩ সোমবার, আজকের শুভসময়, শুভদিক, রাহুকাল ও অতিথি

  • মাস:- এপ্রিল (চৈত্র)
  • তারিখ:- ১০/০৪/২০২৩(বাংলা- ২৬/১২/১৯২৯)
  • তিথি:- চতুর্থী
  • বার:- সোমবার
  • সূর্যোদয়:- ০৫:২৭
  • সূর্যাস্ত:- ০৫:৫১


মেষ রাশি আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩ সোমবার ( Aries Today Horoscope)

এই দিনটি মেষ রাশির জাতক/জাতিকাদের আজকের দিনটি ভালো যেতে চলেছে। স্বাস্থ্য এই দিন ভালো থাকতে চলেছে, পুরনো রোগ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অতিরিক্ত চাপের দিনটি। বাড়ির বয়স্কদের নিয়ে কাছে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি কেমন একটা ভালো না। রাস্তাঘাটে বেরোনোর সময় সতর্কতা অবলম্বন করুন। প্রেমিক প্রেমিকার মধ্যে সামান্য মনমালিন্য হতে পারে। সংসারে অর্থ সংকট দেখা দিতে পারে।

  • শুভ সংখ্যা:- ৭৭
  • শুভ দিক:- উত্তর-পশ্চিম
  • শুভ রং:- লাল
  • শুভ রত্ন:- লাল প্রবাল


বৃষ রাশির আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩ সোমবার (Taurus Today Horoscope)

বৃষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল থাকতে চলেছে। স্বাস্থ্য এই দিন স্বাভাবিক থাকতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে কর্মচারীদের সঙ্গে বিবাদ তৈরি হতে পারেন। চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে দিনটি অত্যন্তই শুভ। পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। প্রতিবেশীদের ঝামেলায় নিজেকে অযথা জড়িয়ে ফেলবেন না। আপনার ব্যবহার মানুষজনকে আপনার দিকে আকর্ষণ করবে।

  • শুভ সংখ্যা:- ৬১
  • শুভ দিক:- পূর্ব
  • শুভ রং:- সাদা
  • শুভ রত্ন:- সাদা প্রবাল


মিথুন রাশির আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩ সোমবার (Gemini Today Horoscope)

মিথুন রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি ভালো যদি চলেছে। স্বাস্থ্য এই দিন মোটামুটি স্বাভাবিক থাকতে চলেছে তবে মানসিক চাপ বৃদ্ধি পাবে, পুরনো রোগ মাথাচাড়া দেবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রতিবেশীদের কাছ থেকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, ব্যবসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রতিবেশী। শিক্ষার্থীদের ক্ষেত্রে দুটি ভালো যেতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। কাছে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

  • শুভ সংখ্যা:- ৪৪
  • শুভ দিক:- পশ্চিম
  • শুভ রং:- সবুজ
  • শুভ রত্ন:- পান্না


কর্কট রাশির আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩ সোমবার (Cancer Today Horoscope)

কর্কট রাশির রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে দিনটি ভালো খেতে চলেছে। স্বাস্থ্য এই দিন স্বাভাবিক থাকতে চলেছে, চোখের সমস্যা বাড়তে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তেমন একটা লাভজনক নয় দিনটি। রাস্তাঘাটে বেরোনোর সময় সতর্কতা অবলম্বন করুন। বাড়ির গুরুজনদের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। উচ্চশিক্ষার জন্য এমন একটা ভালো নয়। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। বাড়িতে আত্মীয়স্বজন আসার সম্ভাবনা রয়েছে।

  • শুভ সংখ্যা:- ৩৭
  • শুভ দিক:- পশ্চিম
  • শুভ রং:- সাদা
  • শুভ রত্ন:- মুনস্টোস


কন্যা রাশির আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩ সোমবার (Virgo Today Horoscope)

কন্যা রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে দিনটি মিশ্র ফলাফল দায়ক থাকতে চলেছে। স্বাস্থ্য এই দিন ভালো থাকতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে তেমন বড় কোন পরিবর্তন নেই। অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে দিনটি ভালো থাকতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে অশান্তি তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে প্রেমিক-প্রেমিকার মধ্যে সমস্যা তৈরি হতে পারে ভেবে চিন্তে পদক্ষেপ নিন। রাস্তায় বেরোনোর সময় সতর্ক থাকার চেষ্টা করুন।

  • শুভ সংখ্যা:- ৯১
  • শুভ দিক:- দক্ষিণ
  • শুভ রং:- সবুজ 
  • শুভ রত্ন:- পান্না


সিংহ রাশির আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩ সোমবার (Leo Today Horoscope)

সিংহ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে দিনটি মিশ্র ফলাফল দায়ক থাকতে চলেছে। স্বাস্থ্য এই দিন ভালো থাকতে চলেছে। ওয়েবসাইটের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন রয়েছে। কর্ম ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। এই দিন অতিরিক্ত সতর্কতার প্রয়োজন রয়েছে। প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য হতে পারে। প্রতিবেশীদের ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবেন।

  • শুভ সংখ্যা:- ৯১
  • শুভ দিক:- পশ্চিম
  • শুভ রং:- কমলা
  • শুভ রত্ন:- চুনি


তুলা রাশির আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩  সোমবার (Libra Today Horoscope)

এই দিনটি তুলা রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে দিনটি ভালো নয়। স্বাস্থ্য এই দিন স্বাভাবিক থাকতে চলেছে সামান্য পেটের সমস্যায় এবং চোখের সমস্যা থাকতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে দুপুরের পর অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত পরীক্ষার আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আজ। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য থাকতে পারে। সংসারে অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে।

  • শুভ সংখ্যা:- ৬৩
  • শুভ দিক:- দক্ষিণ
  • শুভ রং:- সাদা
  • শুভ রত্ন:- হীরে


বৃশ্চিক রাশির আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩ সোমবার (Scorpio Today Horoscope)

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি তেমন একটা ভালো থাকবে না। স্বাস্থ্য এই দিন স্বাভাবিক থাকতে চলেছে, মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। পরিবারের সকলকে নিয়ে গাছে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য কেটে যাবে।

  • শুভ সংখ্যা:- ৪২
  • শুভ দিক:- দক্ষিণ
  • শুভ রং:- লাল
  • শুভ রত্ন:- লাল প্রবাল


ধনু রাশির আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩ সোমবার (Sagittarius Today Horoscope)

ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো থাকতে চলেছে। ধনু রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে স্বাস্থ্য এমন একটা ভালো থাকবে না। ব্যবসার ক্ষেত্রেও তেমন বড় কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। সংসারে অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে এই দিন। রাস্তাঘাটে বেরোনোর সময় সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

  • শুভ সংখ্যা:- ৫৪
  • শুভ দিক:- উওর-পূর্ব
  • শুভ রং:- হলুদ
  • শুভ রত্ন:- পোখরাজ


মকর রাশির আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩ সোমবার ( Capricorn Today Horovscope)

মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে। স্বাস্থ্য এই দিন স্বাভাবিক থাকতে চলেছে একাধিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি তেমন একটা ভালো নয়। পরিবারের সকলকে নিয়ে গাছে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। অতিরিক্ত অর্থ সংকটের দেখা যাচ্ছে ঘরে।

  • শুভ সংখ্যা:- ৫০
  • শুভ দিক:- দক্ষিণ
  • শুভ রং:- নীল
  • শুভ রত্ন:- ইন্দ্রনীলা


কুম্ভ রাশির আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩ সোমবার (Aquarius Today Horoscope)

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি তেমন একটা ভালো নয়। স্বাস্থ্য এই দিন স্বাভাবিক থাকতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসারে অশান্তির পরিবেশ তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে ।

  • শুভ সংখ্যা:- ৭৮
  • শুভ দিক: - অগ্নিকোণ
  • শুভ রং:- নীল
  • শুভ রত্ন:- নীলা


মীন রাশির আজকের রাশিফল ১০ ই এপ্রিল, ২০২৩ সোমবার (Pisces Today Horoscope)

মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি মিশ্র ফলাফল দায়ক থাকতে চলেছে। স্বাস্থ্য ইগিন স্বাভাবিক থাকলে চলেছে তবে বাড়ির বয়স্কদের নিয়ে চিন্তিত থাকবে। ব্যবসার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন এই দিন। প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের উন্নতি হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন রয়েছে।

  • শুভ সংখ্যা:- ৯৭
  • শুভ দিক:- উত্তর-পূর্ব
  • শুভ রং:- হলুদ
  • শুভ রত্ন:- পোখরাজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ