Cyclone Mocha Update: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে(Cyclone) পরিণত হতে চলেছেন, জানি ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়টি ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগ নিয়ে উপকূলের দিকে অগ্রসর হওয়া সম্ভব না রয়েছে। যদিও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফোন সম্পর্কে এখনো সঠিক ধারণা দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর(Alipur Weather Office)। বলা হয়েছে সেটি বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আগামী শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী টানা তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায়।
আজকের আবহাওয়ার পূর্বাভাস (West Bengal Weather Report)
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলে, এছাড়াও ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ দ্বাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। অনাদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর-দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ।
আরো পড়ুন:- আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার বড়ো পরিবর্তন
ঘূর্ণিঝড় মোচা কখন কোন উপকূলে(Cyclone Mocha)
অন্যদিকে আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১১ তারিখ ঘূর্ণিঝড়টি ক্রমশই উত্তর পূর্ব-উত্তর দিকে অগ্রসর হয় মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে। ১২ তারিখ সিটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নিয়ে ঘন্টায় প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে পূর্ব উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। সম্ভাব্য সেটি মায়ানমার উপকূলের দিকে ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগে অগ্রসর হয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। যদিও ঘূর্ণিঝড়ের সঠিক ল্যান্ড ফল সম্পর্কে এখনো কিছু বলতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর।
0 মন্তব্যসমূহ