Cyclone Mocha, Weather Update: গত কয়েকদিন ধরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তবে আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Office Weather Report) পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বাড়বে তাপমাত্রার পারদ, উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া। আজ মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোচা - Cyclone Mocha Update
ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। কেননা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ৬ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে যা পরবর্তীতে ৭ তারিখ নাগাদ নিম্নচাপ এবং ৮ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। পরবর্তীতে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার জন্য ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী ৮ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর যারা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন তারা যেন ৭ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসেন। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ এখনো সঠিকভাবে বলা সম্ভব হয়নি।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৬ই মে শনিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে। এছাড়া মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া। আপাতত আগামীকাল একদিন তাপমাত্রা তেমন বড় কোন পরিবর্তন হবে না।
আরো পড়ুন:- আগামী ৪-৫ দিন প্রবল ঝড় বৃষ্টি চলবে বঙ্গে
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bangal Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী ৮ তারিখ পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে বাড়তে ক্রমশ ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের ভেতরে।
কলকাতার আবহাওয়ার খবর (Kolkata Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের অনুযায়ী আগামী ৮ তারিখ পর্যন্ত আপাতত কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ফলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্যসমূহ