গত বেশ কয়েকদিন ধরে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকতে চলেছে। আজ সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশজল, দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে বৃষ্টি কমলে ফির তাপমাত্রা বৃদ্ধি সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কিছুটা দেরিতে হলেও বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যদিও সেভাবে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু তবে আগামী কয়েকদিনের মধ্যে কিছুটা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু যার জেরে ফের ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather)
আজ আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বিখ্যাতভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত আগামী ৪৮ ঘন্টাতেও একইভাবে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আগামী কয়েক দিন আপাতত তাপমাত্রা বড় কোন পরিবর্তন নেই।
আরো পড়ুন:- দক্ষিণবঙ্গে আরো বাড়বে বৃষ্টি, টানা পাঁচ থেকে ছয় দিন বৃষ্টি
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bangal Weather)
আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর-দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আপাতত আগামী কয়েক দিন এমনই ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজায় থাকবে জেলায় জেলায়। তবে বৃষ্টি কিছুটা কমলে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আপাতত কলকাতায় তেমন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। তবে বৃষ্টি পড়লে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে
0 মন্তব্যসমূহ