Weather Update: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা, আগামী ৪৮ ঘন্টায় ভারী মিষ্টি দক্ষিণবঙ্গে

আজকের আবহাওয়ার খবর- West Bengal Weather Report


আজকের আবহাওয়ার খবর- West Bengal Weather Report

Weather Report: আজ থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়, বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। একদিকে মৌসুমী অক্ষরেখা অন্যদিকে বাংলাদেশের উপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে এই বৃষ্টির পরিস্থিতি বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গে কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কারনে লাল সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।


ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায় আজ ভদ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার অঞ্চলের। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা জেলার কিছু অংশ।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather update)

আজ এক্ষুনি দিয়া আলিপুর আবহাওয়া আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৪ই আগস্ট সোমবার সকালের মধ্যে ভদ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং জেলার বিস্তীর্ণ অঞ্চলে। মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘণ্টাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে 15 তারিখ বিক্ষিপ্তভাবে কথা কোথাও ভারী বৃষ্টি হতে পারে।


দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bangal Weather Update)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশে, বাকি কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টায় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার অর্থাৎ ১৫ ই আগস্ট এর দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর-দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ অঞ্চলে।

আরো পড়ুন:- বড় পরিবর্তন আগামী ২৪ ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টি

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Update)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী ৪৮ ঘণ্টাতে আপাতত এমনই ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে শহর কলকাতায় তবে একটানা ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ