Weather Update: প্রথমে বাংলা থেকে নিম্নচাপ সরে গেলেও ছত্রিশগড় থেকে আবারও U টার্ন নিয়ে প্রভাব ফেলতে শুরু করেছে বাংলার উপরে। যার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বিপদ সীমার ওপরে রয়েছে একাধিক নদীর জল। আগামী ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবাহী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিস্তীর্ণ অঞ্চলে যে কারণে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিন লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather Update)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৬ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে যে কারণে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবারও একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে।
আরো পড়ুন:- বন্যার সতর্কতা! আগামী ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টি বঙ্গে
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (South Bangal Weather Update)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ ৬ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান জেলার কিছু কিছু অংশে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলার কিছু কিছু অংশে। তবে গত কয়েক দিনের তুলনায় বৃষ্টি অনেকটাই কমবে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস (Kolkata Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আকাশ গভীরভাবে মেঘলা থাকতে চলেছে সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতার কিছু কিছু অংশে।
0 মন্তব্যসমূহ