Weather Update: নিম্নচাপ বাংলা থেকে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে যার প্রভাবে বৃষ্টি কমছে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পুজো আর বেশি দেরি নেই হাতে গুনে ১২ থেকে ১৩ দিন, তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি অনেকটাই কমবে।
তবে গত কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তিস্তার প্রান্তরগুলি এখনো ভয়াবহ আকার নিচ্ছে, শ্মশানে পরিণত হয়েছে বেশ কয়েকটি অঞ্চ।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather Update)
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ ৭ই অক্টোবর বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলার বিস্তীর্ণ অঞ্চলে। তবে গত কয়েক দিনের তুলনায় অনেকটাই বৃষ্টির তীব্রতা কমবে। বাকি তিন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৮ অক্টোবর রবিবারও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।
আরো পড়ুন:- পুজোর আগে দুর্যোগ নতুন নিম্নচাপ আছে বাংলায়
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (South Bangal Weather Update)
আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৭ অক্টোবর শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, তবে গত কয়েক দিনের তুলনায় বৃষ্টির তীব্রতা অনেকটাই কমবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু অংশে। পরাবতি ২৪ ঘন্টাতেও আপাতত সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস (Kolkata Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে সেভাবে আপাতত ভারিস বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আপাতত আকাশ পরিষ্কার থাকবে আগামী দুই থেকে তিন দিন।
0 মন্তব্যসমূহ