Chandra Grahan 2023 Time And Date: আগামীকাল লক্ষ্মীপুজোর দিন হতে চলেছে ২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ। যা মানব জীবনে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে।
২০২৩ সালের চন্দ্রগ্রহণ( Lunar Eclipse 2023): 2023 সালে মোট চারটি গ্রহণ ছিল, এর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্য গ্রহন। আর এইবারের চন্দ্রগ্রহণ হলো বছরের শেষ চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণটি হতে চলেছে আংশিক চন্দ্রগ্রহণ যা মেষ রাশিতে হতে চলেছে। গ্রহণ একটি জ্যোতির্বদ্যাগত ঘটনা যা সম্পর্কে সবাই কৌতুহল প্রকাশ করে থাকেন।
বিজ্ঞান মতে চন্দ্রগ্রহণ কাকে বলে?
সূর্য পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসেন তখন হয় চন্দ্রগ্রহণ(Lunar Eclipse)। অর্থাৎ সূর্য এবং চাঁদ এর মাঝখানে যখন পৃথিবী চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পরে সে ক্ষেত্রে পৃথিবীর মানুষ চাঁদকে কিছুক্ষণের জন্য দেখতে পায়না।
Chandra Grahan 2023 Time And Date (চন্দ্রগ্রহণ ২০২৩ সময় এবং তারিখ)
বেশ কয়েক দশক করে শারদীয় পূর্ণিমায় হতে চলেছে চন্দ্রগ্রহণ। আগামী ২৮শে অক্টোবর রাত ১১ থেকেই চাঁদের উপরে একটি হালকা ছায়া পড়তে শুরু করবে। তবে ২৯ শে অক্টোবর রাত ০১:০৫ মিনিটে শুরু হবে গ্রহণ এবং শেষ হবে রাত ০২:২৪ মিনিটে। অর্থাৎ এই জন্মগ্রহণটি চলবে ১ ঘণ্টা ১৯ মিনিট ধরে। ভারত এবং বাংলাদেশ থেকেও দৃশ্যমান হতে চলেছে এই গ্রহণ।
২০২৩ সালের চন্দ্রগ্রহণের সূতক সময়কাল
চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সূতক সময়কাল গ্রহণ শুরু ৯ ঘন্টা আগে থেকেই শুরু হয় এবং গ্রহণ শেষের সঙ্গে এটি শেষ হয়। এই সময় কোন সেভাবে শুভ কাজ করা যায় না। যেহেতু এই গ্রহণ ভারতীয় দৃশ্যমান হতে চলেছে তাই এই গ্রহণের সূতকের কাল প্রযোজ্য। ভারতের সমস্ত শহরে ২৮ শে অক্টোবর দুপুর ২:৫২ মিনিটে চন্দ্রগ্রহণের সূতকের সময় শুরু হবে।
২০২৩ সালের চন্দ্রগ্রহণ কোন কোন দেশে দেখা যাবে
বিজ্ঞানীদের মতে বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হতে চলেছে। ভারতের পাশাপাশি বাংলাদেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং অন্যান্য স্থান থেকেও দৃশ্যমান হতে চলেছে ২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ।
আরো পড়ুন:- ২০২৩ সালের সূর্যগ্রহণের সময়সূচী
গ্রহণের সময় কী কী করণীয় (কুসংস্কার)
মূলত গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের একাধিক নিয়ম মেনে চলতে হয়। গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে বের হতে দেয়া হয় না, এই সময় তাদের কোন খাবার খেতে বারণ করা হয়। তাছাড়া এই সময়ে মন্দিরের পূজা আর্চনা বন্ধ রাখা হয়, যেকোনো ধরনের শুভ কাজ থেকে বিরত থাকতে বলা হয়। কোন ব্যক্তি গ্রহণ দেখলে তার বাপ লাগে।
- Chandra Grahan 2023 FAQ
1. চন্দ্রগ্রহণ কাকে বলে?
সূর্য পৃথিবী এবং চান্দ যখন একই সরলরেখায় চলে আসেন তখন হয় চন্দ্রগ্রহণ। অর্থাৎ সূর্য এবং চাঁদ এর মাঝখানে যখন পৃথিবী চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পরে সে ক্ষেত্রে পৃথিবীর মানুষ চাঁদকে কিছুক্ষণের জন্য দেখতে পায়না।
2. ২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ কবে?
২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ২৮ এবং ২৯ শে অক্টোবর।
3. ২০২৩ সালের চন্দ্রগ্রহণের সময়সূচী?
আগামী ২৮শে অক্টোবর রাত ১১ থেকেই চাঁদের উপরে একটি হালকা ছায়া পড়তে শুরু করবে। তবে ২৯ শে অক্টোবর রাত ০১:০৫ মিনিটে শুরু হবে গ্রহণ এবং শেষ হবে রাত ০২:২৪ মিনিটে। অর্থাৎ এই জন্মগ্রহণটি চলবে ১ ঘণ্টা ১৯ মিনিট ধরে।
4. ২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ এর সূতকের সময়কাল।
যেহেতু এই চন্দ্রগ্রহণটি ভারত থেকে দৃশ্যমান হবে তাই এই চন্দ্রগ্রহণের ক্ষেত্রে শতকের কাল প্রযোজ্য। ভারতের প্রতিটি শহরে ২৮ অক্টোবর দুপুর ২:৫২ মিনিটে চন্দ্রগ্রহণের সূতকের কাল শুরু হবে।
0 মন্তব্যসমূহ