আজকের আবহাওয়া|West Bengal Weather
Weather Update: সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা, আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ঘন কুয়াশা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত ২৪ শে জানুয়ারি বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকবে।
অন্যদিকে ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেই সঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে জেলায় জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather Update)
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু কিছু অংশে। বাকি সব কয়টি জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পরবর্তী তিন দিন একইভাবে দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ও বড় কোন পরিবর্তন নেই। ফলি কনকনে শীতের পরিস্থিতি বজায় থাকবে আপাতত।
আরো পড়ুন:- শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত টানা ঝড় বৃষ্টি
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (South Bangal Weather Update)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৩ শে জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে বজরা বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা জেলার কিছু কিছু অংশে। পরবর্তী ২৪ ঘণ্টায় এই বৃষ্টির তীব্রতা বাড়বে আগামী ২৪ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোন পরিবর্তন হবে না 26 তারিখ থেকে আবারও কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস (Kolkata Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা সেইসঙ্গে ঘন কুয়াশা থাকবে। আগামী ২৪ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে।
0 মন্তব্যসমূহ