Bengal Weather: আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া বড়ো বদল বৃষ্টি দক্ষিণবঙ্গে

আজকের আবহাওয়া|West Bengal Weather  Weather Update: নতুন বছরের শুরু থেকেই আবহাওয়া মনোরম। হালকা শীতের আমেজ রয়েছে, সঙ্গে


আজকের আবহাওয়া|West Bengal Weather

Weather Update: নতুন বছরের শুরু থেকেই আবহাওয়া মনোরম। হালকা শীতের আমেজ রয়েছে, সঙ্গে রোদ ঝলমলে আকাশ। তবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা লাগছে গাঙ্গেয় বঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, নদীয়া জেলায় বিস্তীর্ণ অঞ্চলে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল কুয়াশার দাপট থাকতে চলেছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলা এবং গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather Update)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চার দিন আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। তাপমাত্রার পারদ আরো কমবে শীত বাড়বে। তবে আগামী ১৬ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলায়।

আরো পড়ুন:- কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে বাংলায়

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (South Bangal Weather Update)

ডিসেম্বর মাসের শুরু থেকেই বৃষ্টি দেখা যায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। তবে আগামী ১৫ তারিখ পর্যন্ত আপাতত আকাশ পরিষ্কার থাকবে কোথাও সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সেই সঙ্গে আগামী ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও কিছুটা নেমে যাওয়া সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ১৮ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস (Kolkata Weather Report)

সকাল থেকেই আকাশ পরিষ্কার আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন থেকে চার দিন আপাতত সেভাবে বৃষ্টি নেই বঙ্গে। তবে ১৮ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ