NTPC মেনস পরীক্ষার তারিখ ঘোষণা করলো রেল কর্তৃপক্ষ, জেনে নিন কবে পরীক্ষা?
![]() |
NTPC Men's Exam Date |
ভারতীয় রেলে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর।
ভারতীয় রেলওয়ের এনটিপিসি (নন টেকনিক্যাল) গ্ৰাজুয়েট লেভেল কর্মচারী নিয়োগের পরীক্ষার CBT 1 এর রেজাল্ট এবং CBT 2 এর তারিখ ঘোষণা করলো রেল কর্তৃপক্ষ। পরীক্ষা হয়েছিল গত ৫ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ভারতীয় বিভিন্ন শহরে। সারা দেশ থেকে প্রায় ৫৮ লক্ষ পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল। পরীক্ষা দিয়েছে ২৬ লক্ষ চাকরিপ্রার্থী। দেশের বিভিন্ন রেলওয়ে জোনে মোট ৮,১১৩ টি পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে CBT 1 উত্তীর্ণ হয়েছে ১ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী। এদিন সন্ধ্যায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জোন ভিত্তিক ফলপ্রকাশ করে। জোন ভিত্তিতে বিভিন্ন কাট অফ উঠেছে। সর্বোচ্চ কাট অফ মুম্বাই এবং চন্ডীগড় জোনে হয়েছে। যেখানে সর্বনিম্ন কাট অফ গেছে মালদা জোনে।
আরো দেখুন:- Upper primary TET 2025
এর পরেই রেলওয়ে কর্তৃপক্ষ আবার বিজ্ঞপ্তি দিয়ে এনটিপিসি নন টেকনিক্যাল গ্ৰাজুয়েট লেভেল কর্মচারী নিয়োগের জন্য CBT 2 এর পরীক্ষার সময় ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। চাকরিপ্রার্থীদের হাতে খুব কম সময়। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে দেশের বিভিন্ন শহরের পরীক্ষা সেন্টারগুলোতে এক সঙ্গেই CBT 2 এর কম্পিউটার বেসড পরীক্ষা নেবে রেলওয়ে।
0 মন্তব্যসমূহ