WBSLST Anawer Key Challenges Last Date
সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রায় ৯ বছর গত ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর তারিখে শিক্ষক নিয়োগের জন্য এস এল এস টি পরীক্ষা(SLST EXAM) নিয়েছে। এবং ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল যে, খুব শীঘ্রই মডেল উত্তরপত্র আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে। সেই মত, মডেল উত্তরপত্র আপলোড করেছে এস এস সি কর্তৃপক্ষ। উত্তরপত্র(Anawer Key) নিয়ে কোনো দ্বন্দ্ব থাকলে চ্যালেঞ্জ করতে পারবে চাকরী প্রার্থীরা।
কি ভাবে চ্যালেঞ্জ করা যাবে? কত টাকা দিতে হবে প্রতি প্রশ্ন চ্যালেঞ্জের(Anawer Key Challenges) জন্য? সব স্পষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। নবম দশমের উত্তরপত্রের মডেল আপলোড করা হলেও এখনই চ্যালেঞ্জ করা যাবে না। পরীক্ষার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে চ্যালেঞ্জ করে আবেদন করতে পারবেন। পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ যাচাই করে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই পরবর্তীতে ফাইনাল উত্তরপত্র আপলোড করা হবে বলেও জানান কমিশনের চেয়ারম্যান।
আরো পড়ুন:- New Primary TET Recruitment 2025
এদিন এও জানানো হয় যে, প্রতি প্রশ্ন পিছু ১০০ টাকা দিয়ে চ্যালেঞ্জ করা যাবে। তারপর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যদি দেখা যায় সংশ্লিষ্ট চ্যালেঞ্জ যথাযথ, প্রশ্ন অথবা উত্তরে কোনোরূপ ত্রুটি রয়েছে তাহলে উক্ত পরীক্ষার্থীর টাকা ফেরত দেওয়া হবে বলেও তিনি জানান।
গত ৭ সেপ্টেম্বর মোট ১১ টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। এদের মডেল উত্তরপত্র আপলোড করা হয়েছে। চ্যালেঞ্জ এবং বাকী সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলো এবং পুজো পর্ব মিটে যাওয়ার পর আগামী অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে খবর। পূর্বে যেমনটি বলা হয়েছে, আগামী নভেম্বরে ইন্টারভিউ হবে। এবং তারপর ফাইনাল সিলেকশন লিস্ট কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ২০ সেপ্টেম্বর একাদশ দ্বাদশের মডেল উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। ইন্টারভিউয়ের আগেই অভিজ্ঞ শিক্ষকদের জন্য বরাদ্দ ১০ নম্বর তাদের মোট নম্বরের সঙ্গে যোগ হবে। সেই মতোই ইন্টারভিউ সূচী তৈরি হবে বলে জানায় কমিশন। আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে চ্যালেঞ্জ করার প্রক্রিয়া চালু থাকবে। পরীক্ষার্থীদের যে সমস্ত প্রশ্নে কোনোরূপ সন্দেহ রয়েছে তাদের চ্যালেঞ্জ করার জন্য কমিশনের তরফে আবেদন করা হয়েছে।
WBSLST Anawer Key:- DOWNLOAD PDF
0 মন্তব্যসমূহ