সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হয়েছে। রয়েছে আর্দ্রতা যোনিতে অসুস্থ। আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস একি বলল তা বিস্তারিত ভাবে জেনে নিন।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস।
সোমবার সকালের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে হিমালয় সংলগ্ন তিন জেলা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ মধ্যে উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস না দেওয়া হলেও, কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস ।
সোমবার সকালের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, , হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ,। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কোন জেলাতে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই । তবে কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকে দিনের তাপমাত্রার সেরকম কোন পরিবর্তন হবে না বলে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে।
কলকাতার আবহাওয়া ।
রবিবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
0 মন্তব্যসমূহ