Mamata Benarjee Today : স্বপ্ন হোক বড়, চাকরি নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

 মমতা ব্যানার্জির  বক্তব্য শোনার সময় আমার নজরুলের "নারী"কবিতার লাইন মাথায় আসছিল - 

"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"

 Mamata benarjee : তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ছাত্রযুব উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে রাজনীতি এবং কর্মের জগতে মেয়েদের এগিয়ে আসার আহ্বান জানান। সরকারি চাকরির ভরসায় বসে না থেকে যে কাজের সুযোগ পাওয়া যাবে, তাকেই আঁকড়ে ধরে এগিয়ে চলার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।  বললেন, সরকারি চাকরি ছাড়া করব না, এটা ভাববেন না, যা পাবেন তাই করবেন। স্বপ্ন বড় হোক। সাফল্য আসবেই।

এই মঞ্চ থেকে আরোও বলেন, প্রতি বছর মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও)-তে ছাত্রছাত্রীদের থেকে ৫০০ জন করে নেওয়া হবে, যাঁরা  উন্নয়নের কাজ করবেন। তাঁরা মাঠে নেমে উন্নয়নের কাজ করবেন। এরপর  তাঁদের  সার্টিফিকেট দেওয়া হবে, যা চাকরির জীবনের ক্ষেত্রে কাজে লাগবে।

       মমতা ব্যানার্জির বক্তব্য শোনার সময় আমার নজরুলের "নারী"কবিতার লাইন মাথায় আসছিল - 

"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"


তিনি বলেন, মেয়েদের উদ্দেশ্য যেন পাস করে, বিয়ে করে নেওয়া না নয়। কারণ, মেয়েরা এখন অনেক এগিয়ে গেছে। নিশ্চয় জীবনের ধর্ম, সংসার ধর্ম পালন করবেন। কিন্তু মেয়েরা এখন ঘরের কোণে বসে থাকেন না, মেয়েরা অনেক কাজ করেন। মেয়েরা এগিয়ে গেলে দেশের-বিশ্বের কল্যাণ হয়।আশা করছি, ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন। রাজনীতিও করবেন। বিয়ে হলেও রাজনীতি করতে বাধা নেই।  স্থানীয় স্তরে পঞ্চায়েতে ও পুরসভায় তো মহিলাদের জন্য আসন সংরক্ষণ রয়েছে। । প্রচুর ছেলেমেয়ে লাগবে, যারা ভবিষ্যতে কাজ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ