India Vs England 5th Test Score Live Update : ভারত বনাম ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ এখনো পর্যন্ত টানটান উত্তেজনায় চলেছে।ভারত ২-১ এ এগিয়ে আছে। প্রথম টেস্ট ড্র হয়েছিল। এই অবস্থায় ভারত পঞ্চম তথা শেষ টেস্ট জিতে প্রথমবারের জন্য ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতে রেকর্ড গড়তে চলেছিল। অন্যদিকে ইংল্যান্ড সর্বশক্তি দিয়ে শেষ টেস্ট খেলতে চেয়েছিল যাতে জিতে সিরিজ ড্র করতে পারে।
![]() |
| India Vs England 5th Test Score Live Update |
কিন্তু সবার সব আশায় জল ঢেলে দিলো কোভিড ১৯ । ভারতীয় শিবির থেকে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শেষ টেস্ট বাতিলের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সিরিজে এগিয়ে থাকা ভারতীয় দল সেটা চায়নি। তাই বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছিলো টেস্ট বাতিল করা যাবে না। ক্রিকেটার দের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর আবার কিছুটা আশার আলো দেখা দেয় শিবিরে।
বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার। তার সংস্পর্শে এসেছিলেন ক্রিকেটার রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামী।
তাদের করোনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসতেই খেলা হবার সম্ভাবনা দেখা যায়। আজ শুক্রবার খেলা শুরু হবার কথা ছিল। ম্যাঞ্চেস্টারে খেলা হবার কথা। তিনি তেমনটি হচ্ছে না বলে সূত্রে খবর। ৫ সেপ্টেম্বর রবি শাস্ত্রী করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে, কিন্তু তার সংস্পর্শে আসা ভরত অরুণ,আর শ্রীধর সবাই করোনা পজেটিভ। তাদের লন্ডনে নিভৃত বাসে রেখেই ম্যাঞ্চেস্টারে ম্যাচ খেলতে গেছিলেন বিরাটরা। কিন্তু শেষরক্ষা হলো না। ফাইনালি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পঞ্চম টেস্ট বাতিল বলে ঘোষণা করলেন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, ভারতীয় শিবিরে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার কারণে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করে দেওয়া হল। সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তারা।
এই সিরিজ শেষে পূর্বের বাকী আইপিএল হবার জন্য সময়সূচী তৈরি হয়েই ছিল। আগে করোনার কারনেই মাঝপথে আইপিএল বন্ধ হয়ে যায়। আবার নতুন করে ভারতীয় দলে করোনার হানা আইপিএলের ভাগ্য নির্ধারণ করবে।

0 মন্তব্যসমূহ