West Bangal Weather Update Today: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

West Bangal Weather Update Today:  সকাল থেকেই আকাশের মুখ ভার। রাতভর বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আজ সারাদিনই বৃষ্টির পূর্বাভাস থাকছে। নতুন করে যে নিম্নচাপটি তৈরি হয়েছে আগামীকাল তা গভীর নিম্নচাপে পরিণত হবে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী 14 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর যারা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন তারা যেন আজকের মধ্যেই উপকূলে চলে আসে। কারণ নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকছে, সমুদ্র বায়ুর বেগ থাকতে পারে ঘণ্টায় প্রায় 45 থেকে 50 কিমি। অন্যদিকে আবহাওয়ার রিপোর্ট বলছে, মৌসুমী অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ, ডালটনগঞ্জ, দিঘা হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে। কেমন থাকবে আজকের আবহাওয়া বিস্তারিত দেখুন।




উত্তরবঙ্গের আবহাওয়ার খবর।

শনিবার সকালের দেয়া আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 24 ঘণ্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যেই উত্তরবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তাবে সবকটি জেলাতেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। পরবর্তী 24 ঘণ্টাতেও ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোন জেলাতে। তবে সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা সেই রকম কোনো পরিবর্তন হবে না থাকবে আর্দ্রতা অসস্থি।


দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর।

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘণ্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্রই মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সর্বত্রই। তবে ভারী বৃষ্টি হবে পূর্ব মেদনাপুর, পশ্চিম মেদনাপুর এবং ঝাড়গ্রাম জেলায়। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদনাপুর, পশ্চিম মেদনাপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হলেও তেমন দিনের তাপমাত্রা সেই রকম কোনো পরিবর্তন হবে না থাকবে আদ্রতা জনিত অসস্থি ।


কলকাতার আবহাওয়ার পূর্বাভাস।

শনিবার সকালের দোয়া কলকাতা ও আশপাশের এলাকা গুলির আগামী 24 ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়েছে। আকাশ সর্বত্রই মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ