Mamata benarjee News : তালপাতার উপর মুখ্যমন্ত্রীর ছবি এঁকে রেকর্ড গড়লেন হুগলির যুবক, মিললো স্বীকৃতি

 তালপাতার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকার জেদ চেপে গিয়েছিল হুগলির তারকেশ্বর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলয় ঘোষের। সেই জেদই এনে দিল স্বীকৃতি। মাত্র ২৫ মিনিটে তালপাতার উপর মুখ্যমন্ত্রীর ছবি এঁকে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে' নাম তুললেন তিনি।


Mamata benarjee News


একটি ৬.০২ বাই ২.০৭ সেন্টিমিটারের একটি তালপাতায় মুখ্যমন্ত্রীর ক্ষুদ্রতম ছবি আঁকা মোটেও খুব সহজসাধ্য ছিল না তা নিজেই স্বীকার করেছেন শিল্পী। নিয়ম অনুযায়ী, ছবি আঁকার পর্ব ভিডিও করে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে'র দপ্তরে পাঠাতে হয়। এক মাসে দু'বার তা পাঠিয়েছিলেন তবে ব্যর্থ হন। তৃতীয়বারের চেষ্টায় অবশেষে ২৫ মিনিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ক্ষুদ্রতম ছবি আঁকতে সমর্থ হন তিনি। তারপরই মেলে স্বীকৃতি। 




মলয় ঘোষের স্বীকৃতিতে গর্বিত গোটা তারকেশ্বর। পুর প্রশাসক স্বপন সামন্ত, প্রাক্তন কাউন্সিলর মহম্মদ নঈম, তারকেশ্বর টাউন তৃণমূল সভাপতি উত্তম ভাণ্ডারি, টাউন যুব তৃণমূল সভাপতি অনুপ পণ্ডিত তাঁকে সংবর্ধনাও দেন। বর্তমানে একটি ছোট আঁকার স্কুল খোলার স্বপ্ন দেখছেন মলয়। সরকারি আবাস প্রকল্পে একটি ঘরের আবেদন জানিয়েছেন তিনি। সরকারি ভাতা না পাওয়ায় আক্ষেপও প্রকাশ করেন। যদিও সব ব্যবস্থা হবে বলেই আশ্বাস পুর প্রশাসকের।


তবে এই প্রথমবার নয়। এর আগেও আইসক্রিমের কাঠির উপর তিনজন মনীষীর ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছিলেন মলয়। 'ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে' নাম তুলেছিলেন তিনি। এবার লক্ষ্য 'এশিয়ান বুক অফ রেকর্ডস' কারণ, জার্মান, ফ্রান্স-সহ বিভিন্ন দেশের শিল্পীরা ওই প্রতিযোগিতায় অংশ নেন। তাই ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে সকলকে তাক লাগানোর চেষ্টা করছেন মলয়।

প্রসাশনের তরফ থেকে তাকে সমস্ত রকমের সুযোগ এবং সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ