India Vs England 4th Test Score : বোলারদের দাপট, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারত ২-১ এ এগিয়ে

 India Vs England 4th Test Score : চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭৭/০ । ব্রিটিশ ওপেনারদ্বয় এই নির্বিষ পিচে সহজেই শাসন করে চলেছেন।পঞ্চম দিনের প্রথম সেশনে মাত্র দুটি উইকেট পড়ে। বাঁহাতি ওপেনার জো বার্নস(৫০) শার্দুল ঠাকুরের বলে আউট হন। আর ডেভিড মালান রান আউট হন।

অন্য ওপেনার, ক্যাপ্টেন জো রুটের সঙ্গে পার্টনারশিপে দূর্দান্ত খেলতে থাকেন।


 

 India Vs England  Test Score 

পঞ্চম দিনের খেলায় তিনটি ফলাফলের যেকোন ফলাফল হতে পারতো। এই টি টুয়েন্টির যুগে ৮ উইকেট হাতে থাকতে ২৯১ রান তাড়া করা এমন কোনো ব্যাপার নয়। কিন্তু সঠিক সময় ভারতীয় বোলাররা জ্বলে ওঠেন। প্রথম সেশনের শেষ দিকে মধ্যাহ্নভোজনের ঠিক আগেই জাদেজার বলে আউট হল হাসিব হামিদ।


 India Vs England  Test Score 

এরপর কার্যত ভারতীয় পেস অ্যাটাকে ধরাশায়ী হয় ব্রিটিশ মিডিল ওর্ডার। একমাত্র রুট ব্যতীত কেউ উইকেটে দাঁড়াতেই করতে পারেনি। শেষদিকে ক্রিশ ওকস প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হন। 

২১০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।  অপরপক্ষে উইকেট পান উমেশ যাদব (৩), বুমরাহ (২) শার্দুল ঠাকুর (২) এবং মঈন আলি (২)। ম্যাচের সেরার পুরস্কার পান শতরান কারী রোহিত শর্মা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ