৮ ই সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। রয়েছে নতুন নতুন অনেকগুলো চমক।
![]() |
T2O World Cup MS Dhoni |
বিসিসিআই সম্মানীয় সেক্রেটারি জয় শাহ ট্যুইট করে নির্বাচিত দলের সদস্যদের নাম ঘোষণা করেছেন।দলে ফিরে এসেছেন বহুদিন সাদা বলের ক্রিকেটে ব্রাত্য অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
হঠাৎ করে তাঁর সাদা বলের ক্রিকেটে আগমন চমক বটে। তবে এর পিছনে আইপিএল এর পারফরম্যান্স কাজ করছে বলে অনেকের ধারণা। প্রসঙ্গত শেষ আইপিএলে দূর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি।
দলে আছে কোলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এছাড়াও অক্ষর প্যাটেল ও মুম্বাইকর রাহুল চাহার দলে রয়েছে।
ভারতীয় দল :- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে.এল.রাহুল, সূর্য কুমার যাদব, ঋষভ পন্ত (WK), ইশান কিশান (WK), হার্দিক পান্ড্যেয়া। রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামী।
সংরক্ষিত খেলোয়াড়: শ্রেয়স আয়ার, শার্দুল ঠাকুর, দীপক চাহার।
সবচেয়ে চমক লেগেছে ক্যাপ্টেন কুলও ভারতীয় দলের সঙ্গে রয়েছে। তবে মহেন্দ্র সিং ধোনি এবার উইকেটকিপার ব্যাটসম্যান তথা দলের ক্যাপ্টেন হিসেবে নয়, দায়িত্ব সামলাবেন দলের মেন্টর হিসেবে।
বিতর্ক তৈরি হয়েছে মিস্টার আইসিসি নামে খ্যাত শিখর ধাওয়ানকে দলে যুক্ত করা হয়নি সেজন্যই। যদিও সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরেও তিনি দূর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।
0 মন্তব্যসমূহ