বিশ্ব ক্রিকেটে রিভার্স স্যুইং শিল্পের আবিষ্কর্তাও মুগ্ধ ভারতের জসপ্রীত বুমরাহ'র রিভার্স স্যুইং দেখে। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের শেষ দিনের দ্বিতীয় সেশনের প্রারম্ভে বুমরাহ বুঝতে পারেন উইকেটে রিভার্স স্যুইং হচ্ছে। সেজন্য ক্যাপ্টেনের কাছে বল চেয়ে নেন তিনি। তারপরেই ম্যাচটি ইংল্যান্ডের হাত থেকে বেরিয়ে যায়।
![]() |
India Vs England Test Score |
নির্বিষ পিচে ইংল্যান্ডের ওপেনারদ্বয় দূর্দান্ত ব্যাটিং করেন। কোনো মতে দুই উইকেট পড়েছিল। একপ্রকার ড্র হবার সম্ভাবনা তৈরি হয়। বরং ইংল্যান্ডের সমর্থকরা ব্রিটেনের জয়ের স্বপ্নও দেখতে থাকে। এরকম পাটা পিচে ৮ উইকেট হাতে থাকতে ২৯০ রান তাড়া করা এমন কোনো কঠিন নয়। কিন্তু বুমরাহ'র স্পেল ইংল্যান্ডের আশায় জল ঢেলে দেয়।
৬-৩-৬-২ অর্থাৎ ৬ ওভার হাত ঘুরিয়ে ৩ মেডেন ওভার সহ ৬ রান খরচ করে ২ উইকেট নেন বুমরাহ। ইংল্যান্ডের মেরুদণ্ড একপ্রকার ভেঙে দিয়ে অলি পপ এবং জনি বেয়ারস্টোকে প্যাভিলিয়নে পাঠান তিনি। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের উইকেট গুলো।
পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার সরফরাজ় নওয়াজ় এই রিভার্স স্যুইং এর আবিষ্কর্তা।পাকিস্তানে এক দিন নেটে পুরনো বল দিয়ে বোলিং করার সময় সরফরাজ় হঠাৎই আবিষ্কার করেছিলেন,সাধারণ সুইংয়ে যে দিকে বল বাঁক নেয়, এক্ষেত্রে তার উল্টোটা হচ্ছে। উৎসুক হয়ে তিনি ভাল করে বলটা পালিশ করতে থাকেন এবং দেখেন, আরও গতিতে একই চমক ঘটে চলেছে। সঙ্গে অনেক দেরিতে বল সুইং হচ্ছে। পাক পেসার বুঝে যান, সুইংয়ের নিউ ধরনের খোঁজ পেয়েছেন তিনি। "এখনও মনে আছে, সে দিনটার কথা। আউটসুইং করাতে গিয়েছিলাম। বলটা ইনকাটার হয়ে গেল," স্মৃতিচারণ করছিলেন সরফরাজ়।
সেই ছিল প্রথম উদ্ভবের স্বর্ণালী দিন। বল উল্টো দিকে সুইং করে বলেই নামকরণ হয় রিভার্স। সরফরাজ় এর পরে ম্যাচে এই দাওয়াই প্রয়োগ করেন, যা দেখতে পেয়ে ইমরান ছুটে আসেন নতুন কৌশল রপ্ত করার জন্য। "ইমরানকে আমি ওয়েস্ট ইন্ডিজ সফরে শিখিয়ে দিয়েছিলাম। ও তার পরে ওয়াসিম, ওয়াকারকে শেখায়।" লাহোরের নেটে সে দিন জ্বলে ওঠা আগুনে এখন প্রতিপক্ষকে ধ্বংস করছেন স্পিনের দেশ বলে পরিচিত ভারতের পেস অ্যাটাক।
সরফরাজ় বুমরাহ'র প্রভূত প্রশংসা করেছেন। বুমরাহ'র ইয়র্কারের প্রশংসাও শোনা যায় তার মুখে।
অপরদিকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসনও বুমরার প্রশংসা করেন।তিনি বুমরাহ'র প্রতিটি বলের লাইন, লেন্থ, তীব্র গতি, বিষাক্ত স্যুইং এবং সর্বোপরি নিম্নমুখী হয়ে উইকেটের একদম গোড়ার দিকে ছুটে আসা বিষাক্ত ইয়র্কারের প্রশংসা করেন। বুমরার সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিষাক্ত পেসার ডেল স্টেইনের তুলনা করেন।
সিরিজে ভারতে ২-১ এর ব্যবধানে এগিয়ে আছে। এরপরের টেস্ট জিতে ভারত অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডেও সিরিজ জিতে ইতিহাস রচনা করতে চাইবে।
0 মন্তব্যসমূহ