T20 World Cup India VS Pakistan Live: ভারতের টি-টোয়েন্টি অভিযান শুরু আজ থেকে, প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে, শুরু সন্ধে ৭.৩০ মিনিটে

T20 World Cup India VS Pakistan Live আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। যেই ভ্যেনুতে আইপিএল হয়েছিল সেখানেই হবে বিশ্বকাপের ম্যাচ। ভারতের প্রথম ম্যাচ আজ চিরপ্রতিদ্বন্দ্বী পড়শী দেশ পাকিস্তানের বিরুদ্ধে।


T20 World Cup India VS Pakistan Live


গতকাল ছিল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের। প্রথম ম্যাচে খুব কম রান ( ১১৯) তাড়া করতে নেমেও কুড়িতম ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়। ১৯.৪ তম বলে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। অন্যদিকে প্রথম থেকেই ম্যাচে শক্ত অবস্থান রেখে মাত্র ৫৫ রানেই ওয়েস্ট ইন্ডিজ দলকে অল আউট করে অনায়াসেই ম্যাচ জেতে ইংল্যান্ড।
ভারতের আজকের ম্যাচের জন্য প্রবল উত্তেজনা এবং উৎসাহ রয়েছে বিশেষ করে দুই দেশের ক্রিকেট প্রেমী এবং দর্শকদের মধ্যে। যদিও বিশ্বকাপের মঞ্চে বরাবরই ভারত এগিয়ে পাকিস্তানের চেয়ে। যা পূর্ববর্তী খেলাগুলোর রেজাল্ট দেখলেই স্পষ্ট। তবুও এই দুই দেশের খেলায়,খেলোয়াড়দের মধ্যেও একটা বাড়তি চাপ কাজ করে। যদিও ভারতীয় দলের সদস্যদের বক্তব্য, আমরা প্রতি ম্যাচে যেভাবে আমাদের ১০০% দিই এক্ষেত্রেও সেটাই দেওয়া হবে। বাড়তি চাপের কিছুই নাই। আমাদের ছেলেরা তাদের স্বাভাবিক খেলাই খেলবে।

দেখে নেওয়া যাক ভারতীয় দলের অন্য দিনের ম্যাচ কবে রয়েছে,

ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান,নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া অর্থাৎ গ্রুপ পর্বে মোট পাঁচটি ম্যাচ খেলবে বিরাট কোহলী নেতৃত্বাধীন ভারতীয় দল।
আজ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর এক লম্বা বিরতি ভারতীয় দলের। পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১ অক্টোবর দুবাইতে হবে। তারপরের ম্যাচ রশিদ খানের আফগানিস্তানের বিরুদ্ধেবিরুদ্ধে ৩'রা নভেম্বর আবুধাবিতে।
পরের দুই ম্যাচ যোগ্যতা অর্জন পর্ব থেকে আসা স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিপক্ষে যথাক্রমে ৫ নভেম্বর এবং ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ ভারতীয় সময় সন্ধে ৭:৩০ থেকে শুরু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ