West Bengal Covid-19 Update: দূর্গা পুজোয় সরকারি বিধিনিষেধ ছিলই,কিন্তু বিধিনিষেধের পরোয়া না করেই দর্শনার্থীদের ভিড় জমেছিল কোলকাতা সহ পশ্চিমবঙ্গের পায় সমস্ত জেলায়। পুজো শেষ হতেই ফিরে আসতে শুরু করেছে করোনা মহামারির পুরনো চেহারা। ফের বাড়ছে আক্রান্তদের সংখ্যা। তাই দ্রুত পরিষেবা এবং চিকিৎসার জন্য কোলকাতা পুরসভা দুটি সেফ হোম এবং একটি কোয়রান্টিন সেন্টার চালু করার চিন্তা ভাবনা করছে। শুক্রবার এ বিষয়ে পুর ভবনে জরুরি বৈঠক করেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।
পুরসভার এক কর্তার মতে, যে সব বাড়ি থেকে কোভিড সংক্রমণের খবর আসছে, সেই বাড়িগুলিতে গিয়ে বিস্তারিত তথ্য নেওয়া হবে। উপসর্গযুক্ত এবং উপসর্গহীন প্রত্যেকের হোম আইসোলেশনে থাকার জায়গা আছে কি না, বাড়ির সকলে কোভিড
পরীক্ষা করিয়েছেন কি না ইত্যাদি তথ্য সংগ্রহ করা হবে। সংশ্লিষ্ট বাড়িগুলি জীবাণুমুক্ত করার উপরেও জোর দেওয়া হচ্ছে।
ক্রিস্টোফার রোডে চম্পামণি মাতৃসদনে কোয়রান্টিন কেন্দ্র এবং ই.এম.বাইপাসের কাছে একটি বেসরকারি সংস্থার বাড়িতে সেফ হোম চালুর পরিকাঠামো তৈরি আছে।
এছাড়াও অ্যাম্বুল্যান্স ও শববাহী গাড়ি তৈরি রাখা সহ জরুরি পরিস্থিতির মোকাবিলায় যা যা করণীয়, সে সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়। যদিও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্তদের সংখ্যা। তবুও পুজোর মধ্যে ঠিক কতজন আক্রান্ত হয়েছেন তা বোঝা যাবে আরোও অন্তত সপ্তাহ দুয়েক পরে। তাছাড়া অনেকেই করোনা পরীক্ষা করাচ্ছেন না,তাই ঠিকঠাক রিপোর্ট পাওয়া যাচ্ছে না।
পুরসভা সূত্রে খবর, আজই শুধু ৩১৯ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে ১৫০ জন ইতিমধ্যেই টিকার উভয় ডোজই নিয়ে নিয়েছেন।
0 মন্তব্যসমূহ