T20 World Cup : অশ্বিনকে দলে নেওয়ার কারন জানালেন ক্যাপ্টেন কোহলি, টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে করলেন খোলামেলা আলোচনা

T20 World Cup :  আরোও সপ্তাহ খানেক বাকী ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের। প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের বিরুদ্ধে ২৪ অক্টোবরে হবে। তার আগেই বিশ্বকাপের দামামা বেজে গেল ভারতীয় সমর্থক সহ অধিনায়ক বিরাট কোহলির কাছেও। 




সদ্য এক অনলাইন সাক্ষাৎকারে টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। প্রসঙ্গ ক্রমে রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়ার কথা উঠতে বিরাটের সাফ বক্তব্য,"সাদা বলের ক্রিকেটে খুব ভালো পারফরম্যান্সের জন্য অশ্বিনকে পুরস্কার দেওয়া হয়েছে।"

বিরাট কোহলি আইপিএলে যে ব্যাঙ্গালোর দলের ক্যাপ্টেন সেই দলের অন্যতম সম্পদ স্পিনার যুজবেন্দ্র চাহালকে দলে না নেওয়ার প্রসঙ্গও উঠেছে কথাবার্তায়। যদিও আইপিএলে কঠিন পরিস্থিতিতে বারবার মূল্যবান উইকেট তুলে দলকে চাপমুক্ত করার কাজ করেছেন চাহাল।

বিরাট কোহলি বলেন, "চাহালকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল।" কিন্তু কেন বাদ পড়েছেন চাহাল তাও বিবৃত করেন ক্যাপ্টেন কোহলি! তার মতে, " এখানে মন্থর পিচ। বল জোর গতিতে করতে হবে, রাহুল চাহার খুব জোরেই বল করেন এবং উইকেট টু উইকেট বল রাখেন, তাছাড়া রাহুল শ্রীলঙ্কা সিরিজে খুব ভালো পারফরম্যান্স দেন। তার জন্য তাকে নেওয়া হয়েছে।"

কোহলি অশ্বিন প্রসঙ্গে আরোও বলেন, ও খুব সাহসী বোলার। পোলার্ডের মতো দুর্ধর্ষ ব্যাটারকে সঠিক জায়গায় বল ফেলতে ভয় পাননি। প্রসঙ্গত উল্লেখ ক্রিকেটে লিঙ্গবৈষম্য দূরীকরণে "ব্যাটসম্যান" শব্দ বাদ দিয়ে "ব্যাটার" শব্দ ব্যবহার করা হচ্ছে। পোলার্ডকে শান্ত করে রেখেছেন ম্যাচের পর ম্যাচ। সাদা বলের ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেন। অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটি বল করলে বিরোধী দল যথেষ্ট ডিফেন্সিভ ক্রিকেট খেলবে।দলের জন্য ভালো হবে। তাই ওকে দলে নেওয়া হয়েছে।

টি২০ বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন ভুবনেশ্বর কুমার। কোহলী বলেন,"আইপিএল এ ভুবনেশ্বর কুমারের ইকোনমি রেট খুব ভাল। খুব কম রান দেয় ও। সেটার জন্যই ও বিখ্যাত। শুরুতে স্যুইং করাতে সক্ষম। শুরুতে উইকেট তুলতে পারে।ওর অভিজ্ঞতা কাজে লাগছে। দলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছে। নতুন বল হাতে দলের সম্পদ হয়ে উঠবে ভুবনেশ্বর। "

বিশ্বকাপের প্রথম ম্যাচ প্রসঙ্গেও কিছু কথা বলেন। এই ম্যাচকে যদিও বাড়তি গুরুত্ব দিতে নারাজ কোহলী। তিনি বলেন,"আমার কাছে এটা আলাদা কিছু নয়। অন্য যে কোনও ম্যাচের মতো এটা আরও একটা ম্যাচ আমার কাছে। আমি জানি এই ম্যাচ নিয়ে উত্তেজনা রয়েছে। প্রচুর টিকিটের চাহিদাও রয়েছে।"

যদিও বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।কোহলি বন্ধুবান্ধবরা সবাই তাঁকে ম্যাচের টিকিট চাইছেন বলে তিনি জানান। ম্যাচের অনেক টিকিট বিক্রি হয়ে গেছে। জনগণের মধ্যে প্রবল উত্তেজনা রয়েছে এই ম্যাচ নিয়ে। কিন্তু সে সকল উত্তেজনা আবেগ বাদ দিয়ে ভারতীয় দল তাদের স্বাভাবিক খেলাই খেলার জন্য প্রস্তুত বলে ক্যাপ্টেন কোহলি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ