বিবাহবিচ্ছেদের ঘটনা এখন শিরোনামে থাকে প্রায়শই। কখনো খবরে থাকে বিল গেটস এবং মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের ঘটনা। কখনো বলিউডের অভিনেতা অভিনেত্রী। সদ্য ট্যুইট করে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। তাঁর বর্তমান স্ত্রীর নাম পিয়া চক্রবর্তী। তিনি নৃবিজ্ঞানে গ্রেটার নয়ডার শিব নাডার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। কলেজে পড়ার সময়েই তাদের বন্ধুত্ব। তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব গড়িয়ে যায় ভালোবাসায়। যার পরিণতি শুভ পরিণয়।
৬ ডিসেম্বর ২০১৫ সালে পিয়াকে বিয়ে করেন অনুপম রায়। প্রায় ৬ বছরের মাথায় তাদের বৈবাহিক জীবনে ভাঙন দেখা দিলো। এদিন প্রথম ট্যুইট করেন অনুপম রায়। তাদের বিবাহবিচ্ছেদের খবরের পাশাপাশি এও জানান যে, পিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক মনে রাখার মতো ছিল। কিন্তু ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের জন্য তারা স্বামী-স্ত্রী হিসেবে আর থাকতে পারবেন না। কিন্তু বন্ধু হিসেবে তাদের যে সম্পর্ক অটুট থাকবে তাও স্পষ্ট করেন তিনি।
প্রসঙ্গত, এটি অনুপম রায়ের দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ। পিয়াকে বিয়ে করার আগে তিনি বিবাহিত ছিলেন। প্রথম বিচ্ছেদের পর পুরোনো বান্ধবী পিয়াকে ভালোবেসে বিয়ে করেন। এদিন ট্যুইটে তিনি পরিবার, আত্মীয় এবং শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা জানিয়েছেন, তাদের পাশে থাকার জন্য এবং তাদের সমস্ত পদক্ষেপকে সমর্থন করার জন্য।এই বিবাহবিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখার কথাও বলেছেন।
ট্যুইটারে বিবাহবিচ্ছেদের ঘটনা জানানো এখন নতুন ব্যাপার নয়। কিছুদিন আগেই বলিউড স্টার আমির খান এবং কিরণ রাও তাদের বিচ্ছেদের কথা ট্যুইটে বলেছিলেন। এবার অনুপম এবং পিয়াও একই কাজ করলেন।
অনুপমের ট্যুইটের পর পিয়াও দীর্ঘ এক পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি এই একই কথার পুনরাবৃত্তি করেন একপ্রকার। যদিও এই বিচ্ছেদের টের দুদিন আগেও ছিল না কারো কাছে। পুজোর মরশুমে স্যোশাল মিডিয়ায় পরিবার সহ ছবি পোস্ট করেছিলেন অনুপম রায়। হয়তো তাদের মধ্যেকার গভীর বন্ধুত্বই এই বিচ্ছেদের পথ সহজ করেছে।
পিয়াকে বিয়ে করার পর অনুপমের ব্যক্তিগত এবং পেশাদার জীবনে বেশি পরিবর্তন আসেনি কিছু। একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন, অ্যালবাম বানিয়েছেন। কবিতার বই প্রকাশ করেছেন। অন্যদিকে পিয়া পড়াশোনার পাশাপাশি সমাজসেবায় নিজেকে জড়িয়ে ফেলেন। এমনকি অনুপমের পরিচালনায় পিয়ার রবীন্দ্রনাথের একক গানের অ্যালবাম প্রকাশ হয়েছিল। সম্পর্ক ভাঙলো ৬ বছর বাদে। নতুন পথে নতুন দিকে ছুটে চলবে জীবন এরপর।
0 মন্তব্যসমূহ