বয়স্ক বৃদ্ধার প্রথমবার পিৎজা খাওয়ার ছবি ভাইরাল নেট মাধ্যমে, বাহবা জুটেছে নেটিজেনদের

নতুন নতুন খাবার খেতে কার না ভালো লাগে। নতুন নতুন খাবারের স্বাদ জীবনে একবার উপভোগ করতে চায় প্রত্যেকেই।নতুন খাবারের স্বাদ জিহ্বায় যদি ভালো ছাপ ফেলে তাহলে মুখে তার সুস্পষ্ট ভাব ফুটে ওঠে। হাসিতে ভরে ওঠে মুখ আর মন উৎফুল্ল হয়ে ওঠে। খাবার যদি খুবই ভালো হয় তাহলে কেউ কেউ আবার উৎফুল্লে বলে ওঠে, আহাঃ আহাঃ যেন অমৃত।




আবার মুখ কু্ঁচকে কোনোমতে শেষ করলেই পালিয়ে বাঁচি অবস্থা হয় যদি খাবার স্বাদহীন হয়, বা কারোও পছন্দ না হয়। সব খাবার সবার পছন্দ নয়।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক বৃদ্ধার পিৎজা খাওয়ার ভিডিও। ভিডিও আপলোড করেছেন তাঁরই নাতি Greesh Bhatt. ইনি নিজে একজন কনটেন্ট ক্রিয়েটর। ভিডিওতে স্পষ্ট যে ঐ বয়স্ক বৃদ্ধা মোটেও পিৎজা খেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। প্রথমবার পিৎজা খেয়ে মুখের যে ভাব করলেন ঐ দিদা,তা দেখে মজা পাবেন যে কেউই।
ভিডিওতে দেখা যাচ্ছে, পিৎজার এক টুকরো কামড়ানোর পর তাঁর মুখের চেহারা এমনভাবে বদলালো যে সহজেই যে কেউই ধরতে পারে যে ঐ বৃদ্ধার পিৎজা পছন্দ হয়নি।
ভিডিওর ক্যাপশনে লেখা, "nani ji ki first time eat pizza."


ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হবার পর থেকে ইতিমধ্যেই বহুজন দেখে নিয়েছেন। শেয়ার হয়েছে কয়েক হাজার বার। কমেন্ট করেছেন প্রচুর মানুষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ