দীর্ঘ ২৯ বছরের শীত ঘুমের পর পাকিস্তানি মাটিতে আইসিসি ক্রিকেট ফিরতে চলেছে। আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করার দায়িত্ব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। যদিও এর চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এখনও বাকী।
কী ভাবে এই দায়িত্ব পেলো পাকিস্তান? তা জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে পিসিবি'র চেয়ারম্যান রামিজ রাজা।
চেয়ারম্যানের বক্তব্য, আমরা হৃদয়ের কথা বলেছিলাম, নিজেদের পরিকল্পনা নিয়ে নিশ্চিত ছিলাম। গত কয়েক দশক পাকিস্তানকে অবহেলা করে, উপেক্ষা করে যে কতটা কষ্ট দেওয়া হয়েছে তা বুঝতে পেরেছে আইসিসি। পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরানোর গুরুত্ব বুঝেছে আইসিসি।
তাঁর আরও বক্তব্য, বিশ্ব ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান, তা বুঝতে পেরেছে আইসিসি। তারা বুঝতে পেরেছেন পাকিস্তানের অবদান। আমরা বারংবার অনুরোধ করেছি যাতে পাকিস্তানে ক্রিকেট ফেরে। কিন্তু আমাদের অপমান করা হয়েছে। আমি মন থেকেই চাই পাকিস্তানে ক্রিকেট ফিরুক। আশা করছি, প্রতিটি ক্রিকেট খেলিয়ে দেশ আমাদের কথা বুঝবে।
তবে ইতিমধ্যেই ভারত সহ বেশ কিছু দেশ থেকে আপত্তি আসতে শুরু করেছে। যদিও বিরাট কোহলি, রোহিত শর্মারা পাকিস্তানে খেলতে যাবে কিনা তার সম্পূর্ণ ডিসিশন দেবে ভারত সরকার। ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভালো করে খতিয়ে দেখার পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ভারতীয় বোর্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলীও এই একই কথা বলেছেন, যে সমস্ত সিদ্ধান্ত ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে। আর তাছাড়া ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ যে এখন কোনোমতেই সম্ভব নয় তা দুইদেশের বোর্ড কর্তারা বিলক্ষণ জানেন। একথা স্বীকারও করেছেন রামিজ রাজা। তবে রামিজ রাজা দুই দেশকে নিয়ে ত্রিপাক্ষিক সিরিজ করা যেতেই পারে আগামী দিনে এমন চিন্তাভাবনা রয়েছে পাকিস্তানের বোর্ডের বলে জানান।
প্রসঙ্গত উল্লেখ যে, পাকিস্তানে শেষবার কোনো আইসিসি টুর্নামেন্ট হয়েছিল ১৯৯৬ সালের বিশ্বকাপ। সেবার শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান তিন দেশ একসঙ্গে আয়োজন করেছিল বিশ্বকাপের। পাকিস্তানের মাটিতে ভারত পাকিস্তানের শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০০৫- ২০০৬সালে। ভারতে পাকিস্তান এসেছিল ২০১২-১৩ সালে। শেষ ২০০৮ এর এশিয়া কাপ খেলার জন্য ভারত পাকিস্তানে গেছিল। তারপর থেকে বন্ধ দুইদেশের খেলা।
0 মন্তব্যসমূহ