Today Weather Updat: নিম্নচাপ কেটে যেতেই জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোয়, কোলকাতায় তাপমাত্রা ১৮.৭ ডিগ্রীর কাছাকাছি

 পুজোর মরশুম কেটে গিয়েছে। নিম্নচাপের পরিবেশও কেটে গিয়েছে। আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। কোলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আকাশ এখন পরিষ্কার থাকবে আগামী বেশ কিছু দিন। ঠান্ডা পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের জেলাগুলোয়।




মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে রাজ্যে। যার জেরে কোলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয় ঠান্ডা অনুভূত হওয়া শুরু হয়েছে। আগামী ২৪ ঘন্টাকে কমবে তাপমাত্রা,বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কয়েক দিনের তুলনায় কমেছে অনেকটাই তাপমাত্রা। তাপমাত্রা আরোও কমে ১৮.৭ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। গতকালের তুলনায় আজ প্রায় আড়াই ডিগ্রি তাপমাত্রা কমেছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েকদিন কোলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয় মেঘাচ্ছন্ন আকাশ ছিল। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও হয়েছে। এবার উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে। এবার থেকে নতুন ইনিংস খেলবে শীত।

এখন থেকেই সকালে এবং বিকেলের দিকে শীতের আমেজ বেশ পড়ছে। সোয়েটার, টুপি আর মাফলার বেরিয়ে পড়েছে বাঙালির বাড়ীতে বাড়ীতে। শীতের নতুন ইনিংস বেশ ভালোই জমতে চলেছে বঙ্গে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ