Kumbh Rashi 2022: কুম্ভ রাশির 2022 সালে কেমন থাকবে আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, স্বাস্থ্যের অবস্থা


 কুম্ভ  রাশির 2022 সাল কেমন যাবে( Kumbh Rashi 2022)

কুম্ভ  রাশির 2022 সাল: বছর প্রায় শেষ হতে চললো। ২০২১ বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের কাছে খুবই সুখের এবং খুশীর। কেউ চাকরি পেয়েছেন,কেউ সংসার করা শুরু করেছেন, কারও বিবাহ হয়েছে ইত্যাদি আরোও অনেক কিছু। কারোও কাছে দুঃখের গেছে। করোনা মহামারীর তান্ডবে কারোর পরিবার ভেঙে গেছে, প্রিয় মানুষটি ছেড়ে চলে গেছে। ছোট্ট শিশুটি অনাথ হয়েছে হয়তো। স্বামীহারা হয়েছেন কেউ।

বছরের শেষার্ধে নতুন বছরের শুভ উদ্বোধন এর পাশাপাশি দেখে নেওয়া যাক ভাগ্য ব্যক্তির জন্য কেমন হিসেব মিলিয়ে রেখেছে। জ্যোতিষ শাস্ত্র মতে, কোন রাশির কেমন যোগ রয়েছে 2022 সালে।


আজকের পর্বে থাকছে, কুম্ভ রাশির ফলাফল (Kumbh Rashi 2022)!

কুম্ভ  রাশির 2022 সালে আর্থিক পরিস্থিতি :- বছরের শুরুতে ব্যয় বাড়তে পারে। এপ্রিল মাস পর্যন্ত আর্থিক ভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই রাশির জাতকদের। অর্থাভাব দেখা দেবে এবং চিকিৎসা ও আইনি সংক্রান্ত ব্যাপারেও একটা বড় মাপের অঙ্ক খরচ হয়ে যাবে ফলস্বরূপ পকেটে টান পড়বে। ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হতে পারে, এমনকি পকেট থেকে টাকা খরচ করে ক্ষতিপূরণ দিতেও হতে পারে। তবে মাস তিন চারের পর অবস্থা ঠিক হয়ে যাবে।

কুম্ভ  রাশির 2022 সালে পারিবারিক পরিস্থিতি :- পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল লাভ করতে পারেন। একাধিক বার পারিবারিক সমস্যা তৈরি হলেও সমস্যা সমাধানে সচেষ্ট হবেন। শক্ররা সক্রিয় হয়ে উঠতে পারেন। তাই সাবধানে কাজকর্ম করাই শ্রেয়। দাম্পত্য জীবন সুখের হবে, কিন্তু কিছু কিছু সময় সামান্য খিটমিট লেগে যেতে পারে, সেসময় যথেষ্ট সাবধান থাকবেন।

কুম্ভ  রাশির 2022 সালে স্বাস্থ্য পরিস্থিতি :- স্বামী-স্ত্রী'র স্বাস্থ্যের অবস্থা ভালো নাও থাকতে পারে। অনেক বার শয্যাশায়ী হতে পারেন। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। সন্তান সন্ততিদের স্বাস্থ্য নিয়ে পিতামাতারা চিন্তিত থাকবেন।

শিক্ষা এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষা :- শিক্ষার্থীদের শিক্ষালাভের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু সচেষ্ট থাকলে ভালো ফলাফলের সম্ভাবনা প্রবল। বিজ্ঞান ও কলা বিভাগের শিক্ষার্থীদের দারুণ উন্নতি ঘটবে। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় উত্তীর্ণ হবার সম্ভাবনা প্রবল। চাকরি ভাগ্যে জুটে যাওয়ার সম্ভাবনা প্রবল। পরিশ্রম করে যেতে হবে। বিদেশে চাকরির সুযোগ ঘটতে পারে। বন্ধুবান্ধব দের সঙ্গে বেশ ভালো সম্পর্ক থাকবে।

বছরের প্রথমদিকে কিছু আর্থিক সমস্যা ব্যতীত মোটামুটি বেশ ভালোই কাটবে কুম্ভ রাশির জাতকদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ