Min Rashi 2022: মীন রাশির 2022 সালে কেমন থাকবে আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, স্বাস্থ্যের অবস্থা

 


মীন রাশি 2022 সাল কেমন যাবে(Min Rashi 2022)

মীন রাশি 2022: বছর প্রায় শেষ হতে চললো। ২০২১ বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের কাছে খুবই সুখের এবং খুশীর। কেউ চাকরি পেয়েছেন,কেউ সংসার করা শুরু করেছেন, কারও বিবাহ হয়েছে ইত্যাদি আরোও অনেক কিছু। কারোও কাছে দুঃখের গেছে। করোনা মহামারীর তান্ডবে কারোর পরিবার ভেঙে গেছে, প্রিয় মানুষটি ছেড়ে চলে গেছে। ছোট্ট শিশুটি অনাথ হয়েছে হয়তো। স্বামীহারা হয়েছেন কেউ।

বছরের শেষার্ধে নতুন বছরের শুভ উদ্বোধন এর পাশাপাশি দেখা নেওয়া যাক নতুন বছরে ভাগ্য ব্যক্তির জন্য কি হিসেব মিলিয়ে রেখেছে। জ্যোতিষ শাস্ত্র মতে কোন রাশির কেমন যোগ করেছে ভবিষ্যৎ বর্ষে অর্থাৎ ২০২২ এ।

আজকে দেখে নেওয়া হোক মীন রাশির(Min Rashi 2022) কেমন যোগ আছে। মীন রাশির জাতকরা শান্ত স্বভাবের হন। বিচার ধারা সহজ সরল প্রকৃতির। আধ্যাত্মিক বিষয়ে মগ্ন থাকেন। অন্যের কষ্টে দুঃখে কষ্ট পান। ভুল এবং সঠিক সিদ্ধান্তের মাঝে সমসময়ে টানাপোড়ন লেগেই থাকে তাদের মনে।

মীন রাশির 2022 সালে পারিবারিক জীবন : - পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে বেশ সুন্দর জীবন যাপন চলবে।ঐক্য এবং ভালোবাসা ফুটে উঠবে পরিবারের সদস্যদের মধ্যে। জুন জুলাই মাসে মায়ের শরীরের অসুস্থতা মানসিকভাবে একটু ভেঙে দিতে পারে।

মীন রাশির 2022 সালে আর্থিক পরিস্থিতি :- টাকা পয়সার ব্যাপারে বেশি সমস্যা হবে না। আয় এবং ব্যয় দুইই বাড়তে থাকবে। সংসারে টান পড়ার কোনো প্রসঙ্গই নাই। বরং আর্থিক পরিস্থিতি মজবুত হবার কারণে সামান্য দান ধ্যান করে পুণ্য কামাতে পারেন। বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকায় ব্যয় বাড়তে পারে। অন্যদিকে শনি একাদশ স্থানে থাকায় আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। এ সময় পুরনো ঋণ শোধ করতে পারবেন। মোটামুটি বছরটি আর্থিক দিক থেকে মীন রাশির জাতকের ক্ষেত্রে সুখের।

মীন রাশির 2022 সালে কেরিয়ার :- এপ্রিল মাসে নতুন ব্যবসা শুরু করুন। সে সময় ভালো উন্নতির যোগ রয়েছে। তার পূর্বে অর্থাৎ নতুন বছরের প্রথম তিন মাসে বিশেষ লগ্নির ভাবনা না ভাবাই ভালো। তবে ব্যবসা নিয়ে মাথায় টেনশন থাকতে পারে। সহকর্মীদের সাথে ব্যবহার সঠিক রাখুন। সহকর্মীরা সাহায্য করবে।

যে সব ছাত্রছাত্রীরা চাকরির পরীক্ষা দিচ্ছেন এবং যাদের মীন রাশি। তাদের জন্য সুখবর আসতে পারে। পরীক্ষা ভালো করে দিন। নিজের সর্বোত্তম দিয়ে পরীক্ষা দিন। ঈশ্বরে বিশ্বাস রাখুন। বছরের মধ্য থেকে ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন।

শরীর স্বাস্থ্য বেশ ভালো নাও থাকতে পারে। যদিও জটিল কোনোকিছু হবার সম্ভাবনা নাই। কিন্তু বদহজম, জ্বর, সংক্রমণ সমস্যা, পেটের সমস্যা দেখা দিতে পারে।

যা কিছু সমস্যা আছে সব সমস্যার সমাধান করুন নিজে থেকেই। ঈশ্বরে বিশ্বাস রাখুন। হলুদ চন্দনের তিলক লাগান। প্রতিদিন সূর্যকে জের অর্ঘ্য দিন। তাতেই সমস্যা সমাধান হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ