কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার লিস্ট(kkr team 2022 players list)
KKR IPL Team 2022: কোলকাতা নাইট রাইডার্সের দল নিয়ে আলোচনা তুঙ্গে। সদ্যসমাপ্ত আইপিএল নিলামে কোলকাতা দল বেশকিছু বেশ ভালো ক্রিকেটারদের যেমন নিয়েছে। তেমনি নিয়েছেন অপরিচিত ক্রিকেটারদেরও।
প্যাট কামিন্স, টিম সাউদি প্রমুখ আন্তর্জাতিক মানের বোলারের পাশাপাশি শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, স্যাম বিলিংস,অ্যালেক্স হিলস প্রমুখ আন্তর্জাতিক মানের ব্যাটারও নিয়েছে। দলে পূর্ব হতেই ছিল অলরাউন্ডার আন্দ্রে রাসেল,সুনীল নারাইন,ভেঙ্কটেশ আয়ার এবং বরুণ চক্রবর্তীর মতো তারকা স্পিনার।কোলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে শ্রেয়স আইয়ারই কোলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক(KKR Captain) হবে। যদিও যখন নিলামে শ্রেয়সকে দলে নেয় মোটা অঙ্কের টাকা দিয়ে, তখনই বিশেষজ্ঞদের একপ্রকার নিশ্চিত অনুমান ছিল শ্রেয়স-ই দলনেতা হবে। যদিও কিছু জন বলেছিলেন, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সও কোলকাতা দলের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন। কিন্তু সবকিছু বিতর্কে জল ঢেলে ম্যানেজমেন্ট শ্রেয়স আইয়ারকে দলনেতা ঘোষণা করে।
কলকাতা নাইট রাইডার্স 2022 দলের সম্ভাব্য একাদশ (kkr team 2022 players list)
- ভেঙ্কটেশ আয়ার
- অ্যালেক্স হিলস
- নিতীশ রাণা
- শ্রেয়স আইয়ার(C)
- শেল্ডন জ্যাকসন(WK)
- আন্দ্রে রাসেল
- সুনীল নারাইন
- প্যাট কামিন্স
- উমেশ যাদব
- শিবম মাভি
- বরুণ চক্রবর্তী
কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার লিস্ট (KKR IPL team 2022 players list)
- কলকাতা নাইট রাইডার্স 2022
- মোট খেলোয়াড়- 25
- বিদেশী খেলোয়াড়- 8
Player | Sold Price | Roll |
---|---|---|
Shreyas Iyer | 12.25 crore | Batsman |
Andre Russell | 12 crore | Allrounde |
Venkatesh Iyer | 8 crore | Allrounder |
Varun Chakravarthy | 8 crore | Spin Bowler |
Nitish Rana | 8 crore | Batsman |
Pat Cummins | 7.25 crore | Bowler |
Shivam Mavi | 7.25 crore | Speed Bowler |
Sunil Narine | 6 crore9 | Allrounder |
Sam Billings | 2 crore | Wicketkeeper |
Umesh Yadav | 2 crore | Speed Bowle |
Alex Hales | 1.5 crore | Batsman |
Tim Southee | 1.5 crore | Bowler |
Ajikya Rahane | 1 Crore | Batsman |
8Mohammad Nabi | 1 crore | Allrounder |
Sheldon Jackson | 60 lakh | Wicketkeeper |
Rinku Singh | 55 lakhs | Batsman |
Ashok Sharma | 55 lakhs | Speed Bowler |
Chamika Karunaratne | 50 lakhs | Allrounder |
Abhijeet Tomar | 40 lakhs | Batsman |
Rasik Dhar | 20 lakhs | Speed Bowler |
Baba Indrajith | 20 lakhs | Batsman |
Pratham Singh | 20 lakhs | Batsman |
Anukul Roy | 20 lakhs | Allrounder |
Aman Khan | 20 lakhs | Batsman |
Ramesh Kuma | 20 lakhs | Batsman |
কোলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের মধ্যে সবচেয়ে দামী ক্রিকেটার অধিনায়ক শ্রেয়স আইয়ার।
রাসেলকে 12 কোটির বিনিময়ে ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। অজিঙ্কা রাহানে হয়তো অতিরিক্ত ওপেনার হিসেবে দলে রয়েছে। এখন দেখার আইপিএলের দিনগুলোতে ঠিক কোন স্ট্রাটেজি তে দলের খেলোয়াড়দের থেকে সর্বোচ্চ পারফরম্যান্স বের করে আনতে পারে দলের অধিনায়ক।
0 মন্তব্যসমূহ