54 apps banned list bengali 2022: ভারত সরকার আবারও কতকগুলি বিদেশী অ্যাপ ব্যান করলেন ভারতে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে দেশের নিরাপত্তার ইস্যুর জন্য এই সমস্ত অ্যাপ ব্যান করা হয়েছে(56 apps banned list 2021)। এর পূর্বে 2021 সালের জুন মাসে ভারত সরকার নিরাপত্তার কারণে তথা দেশের সিকিউরিটির কারনে 56 টি বৈদেশিক অ্যাপ বিশেষ করে চিনের অ্যাপ নিষিদ্ধ করে ভারতে। তারপর বছরের শেষের দিকে সেনাবাহিনীর জওয়ানরা ব্যবহার করছে এমন কিছু অ্যাপ ব্যান করেছে ডিফেন্স মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রির যুগ্ম প্রয়াসে।
নতুন করে গতকালই সরকারের তরফে জানিয়েছেন দেশের নিরাপত্তাজনিত কারনের জন্য প্রায় 54 টি বিদেশী অ্যাপ বন্ধ করা হচ্ছে ভারতে(54 apps banned list 2022)। এর মধ্যে বেশিরভাগ অ্যাপ চিনের। Ministry of Electronics and Information Technology (MeitY) এর তরফ থেকে ফর্ম্যাল একটা নোটিশ দিয়ে জানানো হয়েছে কোন কোন অ্যাপ ব্যান করা হয়েছে। এর পূর্বে অর্থাৎ 2021 সালে টিকটক, ক্যামস্কেনার ইত্যাদির মতো জনপ্রিয় অ্যাপ ব্যান করা হয়েছিল। দেখে নিন এবার কি কি অ্যাপ ব্যান করা হলো।
এর মধ্যে কোনো অ্যাপ আপনার ফোনে নেই তো। তাহলে সাবধান হোন, শীঘ্রই ফোন থেকে uninstall করুন। নয়তো বিপদ 96ঘটতে পারে। আপনার গোপনীয় নথি এবং তথ্য জনসমক্ষে চলে আসতে পারে। সাবধান হোন।
0 মন্তব্যসমূহ