থাকে যদি সিটি গোল্ডের চেন,
দিয়ে যাবেন,
তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম
আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম।"
এই লিরিক্স এখন বঙ্গের আবাল বৃদ্ধ বনিতা সবার মুখে। দেশ ছাড়িয়ে বিদেশেও ভাইরাল। কিন্তু জানেন কি এই লিরিক্সের স্রষ্টার পরিচয়?
বাদাম বাদাম অথবা কাঁচা বাদাম নামে জনপ্রিয় এই গানটি প্রথম গেয়েছিলেন এক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর(bhuvan badyakar)। যার গান নিয়ে নির্দিষ্ট কোনো পুঁথিগত শিক্ষা নাই, শুধু তাই নয়, তিনি কোনোদিন গান শেখেননিও। শুধু গানের প্রতি ভালোবাসা আর ফেরিওয়ালা পেশাকে খদ্দেরদের কাছে আকর্ষণীয় করে তুলতে তাঁর সঙ্গীত চর্চা।
পুরনো একটা মোটর সাইকেলের পিছনে বাদাম বস্তা চাপিয়ে গাঁয়ে গাঁয়ে ঘুরে এমনকি শহরে এসেও বাদাম বিক্রি করেন বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভূবন বাদ্যকর। পরিবারে স্ত্রী এবং তিন পুত্র রয়েছে।
ফেরিওয়ালারা সচরাচর ক্রেতাকে আকৃষ্ট করার জন্য কবিতা কিংবা ছড়া আবৃত্তি করেন, গান ধরেন, এক ভিন্ন রকমের পন্থা অবলম্বন করেন। ভূবনও গানের মাধ্যমে ক্রেতা আকৃষ্ট করতেন, কিন্তু তাঁর সেই গান তাকে এতটা পরিচিতি দেবে তা স্বপ্নের ভাবেননি ভুবন বাদ্যকর। স্যোশাল মিডিয়া থেকে ইউটিউব, ইনস্টাগ্রাম সর্বত্র তাঁর গানের চর্চা। শুধু রাজ্যে নয় দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও চলছে তার গানের চর্চা। কয়েক মিলিয়ন শ্রোতা শুনে নিয়েছেন ভুবনের গান, দেখে নিয়েছেন বাদাম বিক্রেতা ভূবনকে।
১২ টাকায় ১০০ গ্রাম বাদাম দেন ইনি। তাঁর গান এবং তার খদ্দেরের সঙ্গে হাসিমুখো ব্যবহার মন জয় করে নিয়েছে নেটিজেনদের। তিনি এখন রীতিমতো সেলিব্রেটি। যেখানেই তিনি বাদাম বেচতে যান, তার চারিদিকে জমে যায় সেলফি তোলার ভীড়। কখনো কখনো আবদার ওঠে গান ধরার। বহু শিল্পী তাঁর গানের রিমিক্স তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। সেগুলোও যথেষ্ট ভাইরাল।
বিশিষ্ট বিধায়ক মদন মিত্র ভুবনকে বিশেষ পুরস্কার দিয়েছেন। কোলকাতা পুলিশের তরফ থেকে পুরস্কার পেয়েছেন তিনি। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হলেও সেলিব্রেটি হলেও তাঁর প্রধান লক্ষ্য ব্যবসাটা আরোও বাড়ানো। দিনের শেষে গান নয়, কিংবা স্যোশাল মিডিয়া নয়, বাদাম বিক্রিই তাঁর সংসারের দুমুঠো অন্নের যোগান দেবে। আর তাতেই তিনি মনযোগী হতে চান। কোলকাতা শহরে ব্যবসা বিস্তার করতে চান। কিন্তু সেখানেও তিনি ব্যবসার জন্য গানকে এবং তাঁর সঙ্গীত সত্তাকে ব্যবহার করতে চান।
0 মন্তব্যসমূহ