আইপিএল নিলাম ২০২২ (IPL Auction 2022) |
Indian Premier League 2022: আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এর জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপী। বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়া প্রতিযোগিতাগুলোর মধ্যে ভারতের আইপিএল এক অন্যতম। ব্যবসায়িক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। আইপিএল মরশুমে কোটি টাকার ব্যবসা হয়ে থাকে(IPL Auction 2022)। বিপুল আয় করে ভারতীয় বোর্ডও।
এই মরশুম থেকে নতুন ভাবে আইপিএল করতে চলেছে BCCI. এর আগে পর্যন্ত সাধারনত আটটি টিমের মধ্যে চুড়ান্ত প্রতিযোগিতা হলেও এই বছর থেকে নতুন করে দুটি দল বেড়েছে। এখন দশটি দল নিয়ে রোমহর্ষক আইপিএল হবে। নতুন সংযোজিত দল হল : লক্ষ্মৌ এবং আমেদাবাদ।
গতকাল এবং আজ সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীদের চোখ বেঙ্গালুরুর আইটিসি হোটেল গার্ডেনিয়ার দিকে। কারণ সেখানেই হচ্ছে নতুন TATA IPL এর মেগা নিলাম। নিলামের মাধ্যমে বিভিন্ন দল তাদের পছন্দের খেলোয়াড়দের বেছে নেবেন।
এই নিলামের উপর ভিত্তি করেই আইপিএল ফ্রাঞ্চাইজি গুলো আগামী বেশ কয়েক বছরের জন্য রূপরেখা প্রস্তুত করবে। নতুন দল আমেদাবাদের গুজরাত টাইটান্স এবং লখনউয়ের দল লখনউ সুপার জায়ান্টস প্রথম বারের মতো নিলামে অংশ নিয়েছে।
নিয়ম অনুযায়ী, প্রত্যেক দল তাদের তিনজন করে খেলোয়াড় রিটেন করতে পারবে। তারমধ্যে দুজন ভারতীয় এবং একজন বিদেশী খেলোয়াড় হতে পারে। তিনজনই ভারতীয় হতে পারে। পছন্দের রিটেন প্লেয়ার বাদ দিয়ে বাকী যত টাকা বাঁচবে তা দিয়েই ঝাঁপাতে হবে দশটি দলকে।
দুই দিনব্যাপী নিলামে দশটি ফ্র্যাঞ্চাইজির সামনে ৫৯০ জন খেলোয়াড় উপস্থিত থাকবেন। নিলামটি মার্কি প্লেয়ারদের দিয়ে শুরু হবে এবং তারপর একে একে অন্যান্য প্লেয়ারদের নিলাম হবে। দুই দিনব্যাপী নিলামে ৫৯০ ক্রিকেটারের ভাগ্য চূড়ান্ত হবে। তার মধ্যে রয়েছেন ৩৭০ জন ভারতীয়। বাকি ২২০ জন বিদেশি। মোট ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস হল ২কোটি টাকা। তার মধ্যে রয়েছেন ১৭ জন ভারতীয় ক্রিকেটার। মোট ৫৯০ ক্রিকেটারের মধ্যে ২২৮ জন জাতীয় দলে খেলা ক্রিকেটার।
এবার আসা যাক। জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কাকে নিল কোন দল, এবং কত টাকায়।
1. শ্রেয়স আইয়ার। এই তারকা ব্যাটারকে দলে নেওয়ার জন্য অনেক দল ঝাঁপালেও ফাইনালি 12.25 cr দিয়ে এই দূর্দান্ত মিডিল অর্ডার ব্যাটার, এবং উঠতি অধিনায়ককে দলে নিল কোলকাতা নাইট রাইডার্স।
2. দীপক চাহার। এই তারকা পাওয়ার প্লে ওভারে স্যুইং এবং সিমের জাদুতে উইকেট তুলে বিপক্ষের শিরদাঁড়া ভেঙে দিতে পারেন। এই তারকাকে নেওয়ার জন্য বিডিং চললেও সবশেষে ১৪ কোটিতে পুরনো দলে ফেরেন। চেন্নাইতে যান চাহার।
3. শার্দুল ঠাকুর। চাহারের অন্যতম সঙ্গী কিন্তু এই মরশুমে ধোনির নেতৃত্বে খেলবেন না। তিনি এবারের নিলামে দিল্লির হয়ে খেলবেন। তাকে দিল্লি নিয়েছে 10.75 কোটি টাকায়।
4. হর্ষল প্যাটেল। গত মরশুমের সর্বোচ্চ উইকেট প্রাপক। মিডিল অর্ডারে বলের ভ্যারিয়েশনে দূর্দান্ত নৈপূন্যের পরিচয় দিয়েছেন। তাকে 10.75 কোটি টাকায় দলে নেয় আরসিবি।
5. আবেশ খান। আইপিএলের ইতিহাসে সবথেকে দামী "আনক্যাপড" খেলোয়াড় আবেশ খান। তাঁকে ১০ কোটি টাকায় কিনল লখনউ সুপার জায়েন্টস। তাঁর গতবছরের নজরকাড়া পারফরম্যান্স তাকে কোটিপতি বানিয়েছে।
6. প্রসিদ্ধ কৃষ্ণ। কোলকাতার পেসার সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ওয়ানডে তে যে পারফরম্যান্স দিয়েছেন, তারপর তার মূল্য বাড়ারই কথা। তাকে 10 কোটিতে কিনেছেন রাজস্থান রয়্যালস।
7. অজিঙ্কা রাহানে বেশ কিছু বছর ধরে আইপিএলে তেমন পারফরম্যান্স দিতে পারেননি। তবুও তাকে ১ কোটিতে কিনে নেয় কেকেআর ম্যানেজমেন্ট।
8. লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের এই তারকা বোলারকে গুজরাট টাইটানস শেষ পর্যন্ত ১০ কোটি টাকা দিয়ে তাদের দলে নিয়েছে।
9. এছাড়াও অশ্বিন রাজস্থানে,ওয়ার্নার দিল্লি, ঈশান কিষান মুম্বাই, প্যাট কামিন্স কোলকাতা দলে গেছেন।
আইপিএল 2022 মেগা নিলামে বিক্রি এবং অবিক্রীত খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা
দীপক চাহার, 14 কোটি, চেন্নাই সুপার কিংস
বিখ্যাত কৃষ্ণ, 10 কোটি, রাজস্থান রয়্যালস
লোকি ফার্গুসন, 10 কোটি, গুজরাট টাইটানস
জোশ হ্যাজেলউড, 7.75 কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
মার্ক উড, 7.5 কোটি, লক্ষ্ণৌ সুপারজায়েন্টস
ভুবনেশ্বর কুমার, 4.2 কোটি, সানরাইজার্স হায়দ্রাবাদ
মুস্তিফিজুর রহমান, 2 কোটি, দিল্লি ক্যাপিটালস
শার্দুল ঠাকুর, 10.75 কোটি, দিল্লি ক্যাপিটালস
কুলদীপ যাদব, 2 কোটি, দিল্লি ক্যাপিটালস
রাহুল চাহার, 5.35 কোটি, পাঞ্জাব কিংস
যুজবেন্দ্র চাহাল - 6.5 কোটি টাকা, রাজস্থান রয়্যালস
প্রিয়ম গর্গ, 20 লাখ, সানরাইজার্স হায়দ্রাবাদ
অভিনব সাদারাঙ্গানি, 2.6 কোটি, গুজরাট টাইটানস
ডিওয়াল্ড ব্রেভিস - 3 কোটি, মুম্বাই ইন্ডিয়ান্স
অশ্বিন হেব্বার - 20 লক্ষ, দিল্লি ক্যাপিটালস
রাহুল ত্রিপাঠী - 8.5 কোটি, সানরাইজার্স হায়দ্রাবাদ
রিয়ান পরাগ - 3.8 কোটি, রাজস্থান রয়্যালস
অভিষেক শর্মা - 6.5 কোটি, সানরাইজার্স হায়দ্রাবাদ
সরফরাজ খান - 20 লক্ষ, দিল্লি ক্যাপিটালস
শাহরুখ খান - 9 কোটি, পাঞ্জাব কিংস
শিবম মাভি - 7.25 কোটি, কলকাতা নাইট রাইডার্স
রাহুল তেওতিয়া - 9 কোটি, গুজরাট টাইটানস
কমলেশ নাগারকোটি - 1.10 কোটি, দিল্লি ক্যাপিটালস
হারপ্রীত ব্রার - 3.8 কোটি, পাঞ্জাব কিংস
ইশান কিষাণ - 15.25 কোটি, মুম্বাই ইন্ডিয়ান্স
শ্রেয়াস আইয়ার - 12.25 কোটি, কলকাতা নাইট রাইডার্স
হর্ষাল প্যাটেল - 10.75 কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
দীপক হুডা - 5.75 কোটি, লক্ষ্ণৌ সুপারজায়েন্টস,
ভানেন্দু হাসরাঙ্গা - 10.75 কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ওয়াশিংটন সুন্দর - 8.75 কোটি, সানরাইজার্স হায়দ্রাবাদ
ক্রুনাল পান্ড্য - 8.25 কোটি, লক্ষ্ণৌ সুপারজায়েন্টস।
মিচেল মার্শ - 6.50 কোটি, দিল্লি ক্যাপিটালস
আম্বাতি রায়ডু - 6.75 কোটি, চেন্নাই সুপার কিংস
জনি বেয়ারস্টো - 6.75 কোটি, পাঞ্জাব কিংস
নিকোলাস পুরান, 10.75 কোটি, সানরাইজার্স হায়দ্রাবাদ
দিনেশ কার্তিক, 5.75 কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
টি নটরাজন, 4 কোটি, সানরাইজার্স হায়দ্রাবাদ
শিখর ধাওয়ান - 8.25 কোটি, পাঞ্জাব কিংস
আর অশ্বিন - 5 কোটি, রাজস্থান রয়্যালস
প্যাট কামিন্স - 7.25 কোটি, কলকাতা নাইট রাইডার্স
কাগিসো রাবাদা - 9.25 কোটি, পাঞ্জাব কিংস
ট্রেন্ট বোল্ট - 8 কোটি রুপি, রাজস্থান রয়্যালস
ফাফ ডু প্লেসিস - 7 কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
মহম্মদ শামি - 6.25 কোটি, গুজরাট টাইটানস
কুইন্টন ডি কক - 6.75 কোটি, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
ডেভিড ওয়ার্নার - 6.25 কোটি, দিল্লি ক্যাপিটালস
মনীশ পান্ডে - 4.60 কোটি, লখনউ সুপার জায়ান্টস
শিমরন হেটমায়ার - 8.50 কোটি, রাজস্থান রয়্যালস
রবিন উথাপ্পা, 2 কোটি, চেন্নাই সুপার কিংস
জেসন রয় - 2 কোটি, গুজরাট টাইটানস
দেবদত্ত পাডিক্কল - 7.75 কোটি, রাজস্থান রয়্যালস
ডোয়াইন ব্রাভো - 4.4 কোটি, চেন্নাই সুপার কিংস
নীতীশ রানা - 8 কোটি, কলকাতা নাইট রাইডার্স
জেসন হোল্ডার - 8.75 কোটি, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
এখনো পর্যন্ত যা খবর অস্ট্রেলিয়ার তারকা অ্যারন ফিঞ্চ, চেতেশ্বর পুজারা, স্টিভ স্মিথ এবং ইংল্যান্ডের ক্যাপ্টেন ইয়ন মরগ্যান অবিক্রিত থেকেছেন।
আরোও আজকে সারাদিন চলবে নিলাম। আপডেট পেতে থাকবেন। ফলো করুন আমাদের ওয়েবসাইট।
0 মন্তব্যসমূহ