মাসিক রাশিফল জুলাই 2022 | Monthly Horoscope Julay 2022 in Bengali
জুলাই ২০২২ মাসিক রাশিফল অনুযায়ী ভাগ্য ফিরতে চলেছে বেশ কয়েকটি রাশির। ইতিমধ্যেই গত এপ্রিল মাসে রাশিচক্রের নয়টি গ্রহেরই রাশি পরিবর্তন হয়েছে, যার বেশ কিছু শুভ ও অশুভ প্রভাব পড়তে চলেছে জুলাই মাসের মাসিক রাশিফল এর ওপরে। সবকটি গ্রহের রাখী পরিবর্তনের ফলে আগামী তিন থেকে চার বছরের মধ্যেই বেশ কয়েকটি রাশির জাতক/জাতিকারা হতে চলেছেন কোটি পতি।
প্রিয় পাঠক এই পোস্টটির মাধ্যমে আপনি 12 টা রাশির জুলাই ২০২২ মাসিক রাশিফল জানতে পারবেন। মূলত জুন মাসের মাসিক রাশিফল এ থাকছে এই মাসে আপনার স্বাস্থ্যের অবস্থা, আর্থিক পরিস্থিতি, পারিবারিক অবস্থা,ব্যবসা, শিক্ষা ও দাম্পত্য জীবন কেমন থাকবে।
মেষ রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
মেষ রাশির জাতকদের ক্ষেত্রে মাসটি মধ্যম প্রকৃতির যাবে।
জুলাই 2022 মেষ রাশির কর্মজীবন : মাসের প্রথম দিকে বিভিন্ন কারণে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে। নিজের সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কাজে কিছুটা বাধা পেতে পারেন। পরিস্থিতি যতই প্রতিকূল হয়ে উঠুক, আপনার ভালো ব্যবহার এবং ধৈর্য্য দিয়ে তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
জুলাই 2022 মেষ রাশির আর্থিক পরিস্থিতি : বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা। হাতে অর্থ থাকবে। তবে দেখেশুনে খরচ করা উচিত।
জুলাই 2022 মেষ রাশির স্বাস্থ্য পরিস্থিতি : নিজের এবং পরিবারের সদস্যরা সুস্থ থাকবে। বয়স্ক পিতামাতার দিকে বিশেষ নজর দিন।
বৃষ রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
জুলাই ২০২২ বৃষ রাশির কর্মজীবন : যারা ব্যবসার সঙ্গে যুক্ত, মাসের প্রথম দিক তাঁদের জন্য শুভ হতে চলেছে। আর্থিক লাভের সম্ভাবনা। যে কোনও রকম বিনিয়োগের আগে কাগজ পত্র ভালো করে পরখ করে নিন। পুরনো লোন এই সময়ে শোধ করে দিতে পারবেন।
জুলাই ২০২২ বৃষ রাশির আর্থিক পরিস্থিতি : আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। ব্যবসায় বেশ ভালো আর্থিক আমদানি হবে। খরচ দেখেশুনে করবেন। মাসের শেষের দিকে গাঁটে টান পড়তে পারে।
জুলাই ২০২২ বৃষ রাশির স্বাস্থ্য পরিস্থিতি : নিয়মিত ব্যায়াম শরীরচর্চা করুন। পুষ্টিকর খাবার খান। শরীরের অধিক যত্ন নিন। শরীরের ব্যাথার মতো হালকা সমস্যা দেখা দিতে পারে, সেদিকে খেয়াল রাখুন।
আরো পড়ুন:- ঘূর্ণাবর্তের সাগরে! বাংলার ১২ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
মিথুন রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
জুলাই ২০২২ মিথুন রাশির কর্মজীবন : প্রথম সপ্তাহ পেশাগত দিক থেকে শুভ হতে চলেছে। ব্যবসায়ে বৃদ্ধি এবং নতুন যোগাযোগের সম্ভাবনা। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন কোনও বিনিয়োগ করতে পারেন। মাসের মাঝামাঝি সময়টা ভালো মন্দ মিশিয়ে কাটবে।
জুলাই ২০২২ মিথুন রাশির পরিবারিক জীবন : স্বামী-স্ত্রী দাম্পত্য জীবন প্রেমে ভরপুর থাকবে। পিতামাতার যত্ন নিন। সন্তান লাভের সম্ভাবনা আছে। ভ্রমণের সম্ভাবনা আছে, কিন্তু সাবধান বজায় রাখবেন।
জুলাই ২০২২ মিথুন রাশির স্বাস্থ্য পরিস্থিতি : নিয়মিত ব্যায়াম শরীরচর্চা করুন। পুষ্টিকর খাবার খান। কঠিন অসুখের সন্ধান পেতে পারেন। সঠিক ভাবে চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন।
কর্কট রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
জুলাই ২০২২ কর্কট রাশির কর্মজীবন : কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধের আশঙ্কা। রুক্ষ ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় পাশ করবেন। কঠোর পরিশ্রম করতে হবে।
জুলাই ২০২২ কর্কট রাশির আর্থিক পরিস্থিতি : ব্যবসায় মোটা অঙ্কের টাকা উপার্জনের সম্ভাবনা আছে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। পরবর্তীতে লাভবান হবেন।
জুলাই ২০২২ কর্কট রাশির শিক্ষা ও পরীক্ষা : শিক্ষার জন্য বিদেশে যাত্রা ঘটতে পারে। সাবধানে যাবেন। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় পাশ করতে পারেন। কঠোর পরিশ্রম করুন।
জুলাই ২০২২ কর্কট রাশির স্বাস্থ্য পরিস্থিতি : সুস্থ থাকবেন। বয়স্ক পিতামাতার শরীরের চিন্তা থাকবে। সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর দিন। পুষ্টিকর খাবার খান।
সিংহ রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
জুলাই ২০২২ সিংহ রাশির কর্মজীবন : মাসের প্রথম সপ্তাহ ভালোই কাটবে। প্রভাবশালী কোনও ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন, যা আপনার ব্যবসার ক্ষেত্রে সহায়ক হতে পারে। আয়ের নতুন পথ খুলতে পারে। বিনিয়োগ থেকে লাভ পাবেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়তে পারেন। কিন্তু বাড়ীর সদস্যদের সহযোগিতায় সমস্যার সমাধান হবে।
জুলাই ২০২২ সিংহ রাশির আর্থিক পরিস্থিতি : সঞ্চয়ের পরিমাণ বাড়বে। কিন্তু একই সঙ্গে ব্যয় কমানোর দিকে বিশেষ নজর দিতে হবে। বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন হতে পারে।
জুলাই ২০২২ সিংহ রাশির স্বাস্থ্য পরিস্থিতি : সাবধানে থাকতে হবে। নিয়মিত শরীর চর্চা করতে হবে এবং সঙ্গে পুষ্টিকর খাবার খাওয়া দরকার। বয়স্ক পিতার স্বাস্থ্যের অবনতি আপনাকে চাপে রাখবে। সেই কারনে টেনশন থাকবে মাথায়।
কন্যা রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
জুলাই ২০২২ কন্যা রাশির কর্মজীবন : কর্মক্ষেত্রে ছোটখাটো ভুল আপনার কর্মের ক্ষেত্রে শত্রুতা বাড়াতে পারে। সেদিকে নজর দেবেন। ব্যবসায় বিনিয়োগ দেখেশুনে করবেন। দীর্ঘকালীন লগ্নি তে বিনিয়োগে লাভবান হবেন। বাড়ীর সদস্যদের সহযোগিতায় কর্মজীবন সফলভাবে অতিবাহিত করবেন।
জুলাই ২০২২ কন্যা রাশির স্বাস্থ্য পরিস্থিতি : শরীর সুস্থ থাকবে। তথাপিও শরীরের যত্ন নেওয়া চাই। বৃদ্ধ পিতামাতা এবং স্ত্রী সন্তানের শারীরিক সমস্যায় চাপে থাকবেন। কিন্তু ডাক্তারের সঠিক পরামর্শে সবাই সুস্থ হয়ে ওঠবে। গায়ের ব্যাথা, গাঁটের ব্যাথার মতো সমস্যায় জর্জরিত হতে পারেন।
জুলাই ২০২২ কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবন : প্রেমের সূত্রপাত হতে পারে। সুখী দাম্পত্য জীবন কাটাবেন। সন্তান লাভের সুখ ভোগ করবেন।
জুলাই ২০২২ কন্যা রাশির আর্থিক পরিস্থিতি : হাতে প্রচুর টাকা এলেও টাকা বিভিন্ন ভাবে খরচ হয়ে যাবে। সঞ্চয়ের চেষ্টা করা উচিত। ব্যবসায় বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভ দায়ক হবে।
তুলা রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
জুলাই ২০২২ তুলা রাশির কর্মজীবন : মাসের প্রথম দিকে পেশাগত জীবন ভালো কাটবে। আগের পরিস্থিতি খানিকটা বদলাবে। কাজের প্রতি মনোনিবেশ বাড়বে। ধৈর্য আসবে। কোনও কাগজে সই করার আগে ভালো করে পড়ে নেবেন। হঠকারিতা থেকে দূরে থাকুন। মাসের মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।
জুলাই ২০২২ তুলা রাশির আর্থিক পরিস্থিতি : বাজে খরচ কম হবে। টাকা সঞ্চয় করুন। ভবিষ্যতে কাজে লাগতে পারে। ব্যবসায় উন্নতি হবে। লগ্নি আরোও বাড়াতে পারেন।
জুলাই ২০২২ তুলা রাশির স্বাস্থ্য পরিস্থিতি : নিয়মিত ব্যায়াম শরীরচর্চা করুন। পুষ্টিকর খাবার খান। শরীরের অধিক যত্ন নিন। শরীরের ব্যাথার মতো হালকা সমস্যা দেখা দিতে পারে, সেদিকে খেয়াল রাখুন।
জুলাই ২০২২ তুলা রাশির শিক্ষা : সৃজনশীলতা বাড়বে, সেখান থেকে সামাজিক সম্মান বাড়ার সম্ভাবনা। পড়ুয়ারা বাহ্যিক প্রলোভন এড়িয়ে পড়াশোনায় মনোনিবেশ করুন। পড়াশোনায় উন্নতি ঘটবে।
বৃশ্চিক রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
জুলাই ২০২২ বৃশ্চিক রাশির কর্মজীবন : মাসের প্রথম দিকে অবস্থা ভালোমন্দ মিশিয়ে থাকবে। ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা। চাকরিজীবীদের কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা। চারপাশের মানুষজনের সঙ্গে ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন।
জুলাই ২০২২ বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি : মাসের শেষ দিকে যদি নতুন কোনও কাজ শুরু করতে যান, তা হলে মনের কথা শুনুন, না হলে ক্ষতির সম্ভাবনা আছে। কিছু দিনের জন্য আয় কমবে। ব্যবসার কাজে কথাবার্তা বলার ব্যাপারে সংযত থাকুন।
জুলাই ২০২২ বৃশ্চিক রাশির স্বাস্থ্য পরিস্থিতি : সুস্থ থাকবেন। বয়স্ক পিতামাতার শরীরের চিন্তা থাকবে। সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর দিন। পুষ্টিকর খাবার খান।
ধনু রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
জুলাই ২০২২ ধনু রাশির কর্মজীবন : প্রথম সপ্তাহে কাজকর্ম ভালো চলবে। নিজের দক্ষতা ও কল্পনাশক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন আপনি। আত্মবিশ্বাস বাড়বে। নিজের ব্যাপারে পজিটিভ অনুভূতি হবে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগের সম্ভাবনা। সহকর্মী ও অধস্তন কর্মীদের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন।
জুলাই ২০২২ ধনু রাশির আর্থিক পরিস্থিতি : মাসের মাঝামাঝি থেকে আয়ের নতুন রাস্তা খুলতে পারে। পুরনো আটকে থাকা সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা। বিনিয়োগ করতে পারেন। ব্যবসায় উন্নতি আসবে। প্রচুর মুনাফা লাভ করবেন।
জুলাই ২০২২ ধনু রাশির স্বাস্থ্য পরিস্থিতি : নিয়মিত ব্যায়াম শরীরচর্চা করুন। পুষ্টিকর খাবার খান। ছোটখাটো অসুখ হতে পারে। সঠিক ভাবে চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন। চিকিৎসকের পরামর্শ নিন।
মকর রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
জুলাই ২০২২ মকর রাশির কর্মজীবন : মাসের প্রথমে কাজের চাপ বেশি থাকবে। একটানা কাজ করতে করতে আপনি বিরক্ত বোধ করবেন। ফলে পরিবারকে দেওয়ার মত সময়ও পাবেননা। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। মাসের মাঝামাঝি কাজের চাপ কমে আসবে।
জুলাই ২০২২ মকর রাশির আর্থিক পরিস্থিতি : মাসের শেষে বেহিসাবি খরচ আপনাকে সমস্যায় ফেলবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে যেতে পারে।
জুলাই ২০২২ মকর রাশির শিক্ষা : প্রতিযোগিতা মূলক পরীক্ষায় পাশ করবেন। পাশাপাশি, পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে।
জুলাই ২০২২ মকর রাশির স্বাস্থ্য পরিস্থিতি : নিয়মিত ব্যায়াম শরীরচর্চা করুন। পুষ্টিকর খাবার খান। শরীরের অধিক যত্ন নিন। শরীরের ব্যাথার মতো হালকা সমস্যা দেখা দিতে পারে, সেদিকে খেয়াল রাখুন। বয়স্ক পিতামাতার শরীরের যত্ন নিন।
কুম্ভ রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
জুলাই ২০২২ কুম্ভ রাশির কর্মজীবন : মাসের প্রথমে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হবে। ঊর্ধ্বতন অফিসারদের সাথে সম্পর্কের উন্নতি হবে। আপনি কর্মদক্ষতা বাড়ানোর জন্য কোনও পেশাদার কোর্স শুরু করতে পারেন। সপ্তাহের মাঝে আপনার কাজের দক্ষতা বাড়বে।
জুলাই ২০২২ কুম্ভ রাশির দাম্পত্য জীবন : প্রেমে পড়তে পারেন। বৈবাহিক জীবন সুখের হবে। নবদম্পতি সন্তান লাভ করতে পারেন।
জুলাই ২০২২ কুম্ভ রাশির আর্থিক পরিস্থিতি : টাকা আসবে। বিভিন্ন উপায়ে উপার্জন বাড়বে। সঙ্গে সংসারের খরচও বাড়বে। টাকা সঞ্চয় করতে হবে।
মীন রাশির মাসিক রাশিফল জুলাই ২০২২
জুলাই ২০২২ মীন রাশির কর্মজীবন : ভালো চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটবে। ব্যবসায়ীদের লগ্নি বাড়ানো উচিত। কাজের চাপ থাকবে। নিজের কাজে আপনি সন্তুষ্ট থাকবেন।
জুলাই ২০২২ মীন রাশির শিক্ষা : পড়াশোনায় হঠাৎ উন্নতি শুরু হবে। বেশ কিছু পরীক্ষায় পাশ করতে পারেন। উচ্চতর শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে।
জুলাই ২০২২ মীন রাশির আর্থিক পরিস্থিতি : মাসের প্রথম দিকে আর্থিক পরিস্থিতিতে কিছু বদল আসবে। আপনার পরিশ্রম আপনার সাফল্যকে সুনিশ্চিত করবে। সম্পত্তি কেনাবেচায় লাভ হবে । নতুন উপার্জনের সুযোগ খুলে যাবে।
জুলাই ২০২২ মীন রাশির স্বাস্থ্য পরিস্থিতি : নিয়মিত শরীর চর্চা নিজের সুরক্ষা ও সুস্থতার প্রধান চাবিকাঠি। পুষ্টিকর খাদ্য খান। ফাস্টফুড ত্যাগ করুন। অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার ফলে পেটের সমস্যা দেখা দেবে। চিকিৎসকের সঠিক পরামর্শ নিন।
0 মন্তব্যসমূহ