হঠাৎ গুলি চললো জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী'র উপর, অবস্থা আশঙ্কাজনক! পড়ুন পুরো খবর....


গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে


জাপানের এক শহরে ভাষণ দিচ্ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। হঠাৎই গুলি চলে তাঁর উপর। শরীরে দুটি গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন শিনজো আবে।


কিছুক্ষণ পূর্বে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শিনজো আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই হৃদরোগে আক্রান্ত হন শিনজো আবে। বিভিন্ন সূত্রে খবর ৬৭ বছরের শিনজোর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় এক নিউজ চ্যানেলের প্রকাশ করা সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট যে, রাস্তায় দাঁড়িয়ে কিছু মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে কিছুটা এগিয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। পিছনে এবং আশপাশে ছিলেন তাঁর দেহরক্ষীরা। কিন্তু এমন সময় পিছন থেকে ছুটে আসে গুলির জোরালো আওয়াজ। শিনজো আবে'কে হত্যা করার উদ্দেশ্যে পিছন থেকে গুলি চালায় এক আততায়ী। পুলিশ আততায়ীকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার শটগানটিকেও। অভিযুক্তের বয়স ৪০ বছর বলে সূত্র মতে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরপর দুটি গুলি চালানো হয়েছিল শিনজো'কে লক্ষ্য করে। দ্বিতীয় গুলিটি লাগার পরেই শিনজো আবে লুটিয়ে পড়েন ভূমিতে।

দেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক। এর গভীরভাবে তদন্ত করা হবে। এই ঘটনার মূলে গিয়ে শত্রু নির্মূল করার পরিকল্পনা করতে পারে জাপান সরকার।

এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করেন, আমার প্রিয় বন্ধু শিনজো আবের উপর হামলায় আমি গভীরভাবে ব্যথিত। আমাদের প্রার্থনা তাঁর, তাঁর পরিবার এবং জাপানের জনগণের সঙ্গে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ