Partha Chatterjee News: তাহলে কি মন্ত্রীত্ব পদ হারাতে বসেছে পার্থ চট্টোপাধ্যায়? কি সিদ্ধান্ত হলো ক্যাবিনেটের বৈঠকে দেখে নিন

Partha Chatterjee News(SSC Scam)

সএসসি চাকরি দুর্নীতির দায়ে ও ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে আপাতত ইডির হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান রাজ্য সরকারের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মাঝে রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ এক মুখপাত্র পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত পদ এবং মন্ত্রীত্ব কেড়ে নেওয়ার দাবী তুললেন। তিনি কুণাল ঘোষ। তিনি এদিন সকালে ট্যুইট করে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে আজীবন বহিষ্কারের দাবী জানান।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই ট্যুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ধারণা রাজনৈতিক মহলের। কারণ তিনি একাধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের পাত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিকট ঘনিষ্ঠ বলেই পরিচিত রাজনৈতিক মহলে। তাই তাঁর এই চরমপন্থী বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি ট্যুইট লেখেন, "মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হোক। ওঁকে বহিষ্কার করা হোক। আমার এই বিবৃতি যদি ভুল মনে হয়, তা হলে সমস্ত পদ থেকে আমায় সরানোর অধিকার রয়েছে দলের। তৃণমূলের সাধারণ সৈনিক হিসাবে দায়িত্ব পালন করে যাব আমি।"

এখন দেখার জল কিভাবে এবং কতটা গড়ায়। কি সিদ্ধান্ত নেওয়া হয় দলীয় তরফে এবং মন্ত্রীসভার তরফে। সূত্রে খবর, আজকেই ক্যাবিনেটের মিটিং রয়েছে। এই বৈঠকেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ