বর্ষার দুই মাস পেরিয়ে গেলও এখনো তেমন বৃষ্টির দেখা মিলেনি দক্ষিণবঙ্গে(South Bengal), একটানা ভারী বৃষ্টির(Rain) জন্য চাতকের নেয়ে তাকিয়ে আছে দক্ষিণবঙ্গবাসী। তবে উত্তরবঙ্গের জন্য ইতিমধ্যেই সুখবর শুনে এসে আবহাওয়া দপ্তর, আজ উত্তরবঙ্গের(North Bengal) দুই জেলায় অতি ভারী বৃষ্টি এবং তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া(Weather) বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির মূল কারণ হয়ে থাকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ কিন্তু বর্তমানে এই দুটোর কোনটি না থাকার কারণে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
এইদিন দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায়, সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। সমতলের তিন বেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবার বৃষ্টির তীব্রতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
এইদিন দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দক্ষিণবঙ্গের উপরে সক্রিয় কোন নিম্নচাপ না থাকার কারণে এই মুহূর্তে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা, আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সবগুলোতেই।
কলকাতার আবহাওয়ার পূর্বাভ
চলতি মরশুমে কলকাতায় তেমন ভারী বৃষ্টি দেখেনি কলকাতাবাসী, ফলে ইতিমধ্যেই বাড়ছে দিনের তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছি আগামী ২৪ ঘন্টায় আংশিক মেঘলা থাকবে আকাশ সেই সঙ্গে বজরে বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতায়।
0 মন্তব্যসমূহ