Partha Chatterjee Updates: পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে অভিনেত্রী Aparna sen ট্যুইট, সরকারি তোপ দাগলেন দলের শীর্ষ নেতৃত্বের দিকে

 

Partha Chatterjee Updates : Aparna sen


পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) ইস্যুতে সরাসরি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করলেন অভিনেত্রী অপর্ণা সেন(Aparna sen)। রাজ্যের দরিদ্র ও গরিব মানুষদের শোষণ করে এই অর্থ এসেছে।রাজ্য মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বার করে জনসমক্ষে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু এতে সমস্ত অপরাধ মাপ হয় না। ১১ বছর ধরে নিরবে চলেছে এইপ্রকার দুর্নীতি। তা সহজে ধোয়া যাবে না। টুইট করে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেত্রী অপর্ণা সেন।




এদিন অভিনেত্রী ট্যুইটে লেখেন, "ভুলে গেলে চলবে না, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০ কোটি টাকা। যা পশ্চিমবঙ্গের দরিদ্রদের শোষণ করে অর্জিত। এখন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বের করে দিয়ে মুখ বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এভাবে সবটা ধুয়ে ফেলা যায় না। যাদের থেকে টাকা লুট করা হয়েছে তাদের সুবিধার্থে এই উদ্ধার হওয়া টাকা ব্যবহার করা উচিত।




প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজ্য শেষ এক সপ্তাহ ধরে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সংস্থা ইডি প্রথমে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা সহ আমেরিকান ডলার, সোনা ইত্যাদি পায়। দুইদিন পর এই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রাপ্ত টাকার অঙ্ক পূর্বের পরিমাণ ছাপিয়ে যায়। এই নিয়ে প্রথমে অর্পিতা ও পরে বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডির আধিকারিকগণ। যদিও অতি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বরখাস্ত করা হয়েছে। এমনকি তৃণমূল দল থেকেও বাদ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:-পার্থ চট্টোপাধ্যায় কে সরানো হলো মন্ত্রিত্ব থেকে, এইবার কী হবে পার্থর ভবিষ্যৎ?


অপর্ণা সেনের পূর্বেও বেশ কিছু জনপ্রিয় অভিনেতা যেমন ঋদ্ধি সেন প্রমুখ ফেসবুক পোস্টের মাধ্যমে রাজ্য সরকারের ব্যর্থতার তথা পার্থ চট্টোপাধ্যায়ের এই দুর্নীতির চরম নিন্দা করেছেন। এই ঘটনায় সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত রাজ্যের বুদ্ধিজীবী সমাজের বৃহত্তর অংশই কার্যত চুপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ