Partha chattopadhyay live updates: পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হলো মন্ত্রীত্ব থেকে, এইবার কি হবে পার্থর ভবিষ্যৎ?

 

Partha chattopadhyay live updates


এসএসসি চাকরি দুর্নীতির দায়ে ও ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে আপাতত ইডির হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান রাজ্য সরকারের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মাঝে রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ এক মুখপাত্র পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত পদ এবং মন্ত্রীত্ব কেড়ে নেওয়ার দাবী তুললেন। তিনি কুণাল ঘোষ। তিনি এদিন সকালে ট্যুইট করে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে আজীবন বহিষ্কারের দাবী জানান। 

এই মর্মে বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর থেকে আমরা জানিয়ে ছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব থেকে সরানো হতে পারে। আর বেলা গড়াতেই সেই খবর অফিসিয়াল ভাবে সামনে এল। এদিন মন্ত্রীসভার বৈঠকে ঠিক হয় পার্থের দায়িত্বে থাকা তিনটি দপ্তর থেকেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপাতত এই তিন দপ্তরের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দপ্তর তিনটি হল শিল্প, পরিষদীয় এবং তথ্যপ্রযুক্তি।


আরো পড়ুন: মহারাষ্ট্রে যাত্রীবোঝাই ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত তিনটি বগি


এদিন পার্থ চট্টোপাধ্যায়কে পদ থেকে সরানোর প্রস্তাব নবান্নের মন্ত্রীসভার পাশ হয়। তারপর রাজভবনে যায় রাজ্যপালের সাক্ষরের জন্য। দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল তাতে সম্মতি দিয়েছেন। 

এছাড়াও দলের মহাসচিব পদ থেকেও সরানোর প্রক্রিয়া একপ্রকার শুরু হয়েছে। 

এসএসসি মামলায় পার্থ ইডির হেফাজতে যাওয়ার পর বিভিন্ন মহলে এই স্ক্যামে রাজ্যের বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। রাজ্যের জণগণ অবাক বনে গেছেন। এত বিপুল টাকা রাশি বহু মানুষ তার জীবনেও দেখেননি একসঙ্গে। চক্ষু চড়কগাছ সাধারণের। এই পরিস্থিতিতে দলের সাধারণ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে পুনরায় তৃণমূলমুখী করার জন্য পদক্ষেপ নিতেই হতো। আপাতত এই পদক্ষেপে কতটা কাজ হয়েছে তা সময় বলবে। পার্থের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটতে চলেছে শাসক দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ